চুয়াডাঙ্গা সদরে বেশি দামে চিনি বিক্রি করায় দোকানিকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দোকানদার সরকার-নির্ধারিত দামের চেয়ে কেজিতে ১০০ টাকা বেশিতে বিক্রি করছিলেন।
রোববার বেলা ২টার দিকে সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, চিনিসহ নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে দুপুরে সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। এ সময় মেসার্স আশাদুল স্টোরে ২৩ দিন আগে ৭৮ টাকা কেজি দরে কেনা চিনি সরকার-নির্ধারিত দামের চেয়ে ১০০ টাকা বেশিতে বিক্রির প্রমাণ পাওয়া গেছে।
তিনি আরও জানান, ওই দোকান থেকে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়েছে। নিত্যদিনের মূল্যতালিকাও প্রদর্শন করা হয়নি প্রতিষ্ঠানটিতে। ওই দোকানমালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে ব্যবসায়ীদের সরকার-নির্ধারিত ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশনা দেয়া হয়। অভিযানে সহযোগিতা করে জেলা পুলিশের একটি টিম।
গত ২২ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি ৮৪ টাকা এবং প্যাকেটজাতের দাম ৮৯ টাকা বেঁধে দেয় সরকার। ২৫ সেপ্টেম্বর থেকে তা কার্যকরের কথা থাকলেও মানা হয়নি।
এরপর চলতি মাসের শুরুতে রিফাইনার্সরা প্রতি কেজি খোলা চিনি ৯০ টাকা ও প্যাকেটজাত ৯৫ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়ে রেখেছে ট্যারিফ কমিশনে। এটাও মানা হচ্ছে না।