বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপের কেনাকাটায় নগদ দেবে ২২ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৩ অক্টোবর, ২০২২ ১৭:০৮

প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে : শাওমি, বাটারফ্লাই, রায়ান্স কম্পিউটার্স, বেস্ট ইলেকট্রনিক্স, ট্রান্সকম ডিজিটাল, এমকে ইলেকট্রনিক্স, ভিশন, মিনিস্টার, ভিসতা ইলেকট্রনিক্স, যমুনা ইলেকট্রনিক্স, এসকোয়ার ইলেকট্রনিক্স। লাইফস্টাইলের ক্যাটাগরিতে রয়েছে : সেইলর, ইউ-টার্ন, কিউরিয়াস, জেন্টল পার্ক, স্মার্টেক্স, স্পোর্টস ওয়ার্ল্ড, বেল আউটফিটার্স, দুরন্ত। রেস্টুরেন্টের মধ্যে রয়েছে : শর্মা হাউস, বার্গার এক্সপ্রেস, টেস্টি ট্রিট, শেফ টেবিল, বিএফসি, নর্থ অ্যান্ড, চাপওয়ালা, ক্যাফে বায়েজিদ, ক্যাফে ক্যাফ, গ্রান্ড মুঘল।

বিশ্বকাপের সময় ইলেকট্রনিক, রেস্টুরেন্ট ও লাইফস্টাইল পণ্য কেনাকাটায় গ্রাহকদের ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপের আমেজে দেশ জুড়ে ৫০টির বেশি ব্র্যান্ডের আউটলেটে তিনটি ক্যাটাগরিতে পাওয়া যাবে এই সুযোগ। নগদ-এর মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকেরা পাবেন ২২ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্ট অফার।

‘পেমেন্ট চলবে বিশ্বকাপ জমবে’ শিরোনামের ক্যাম্পেইনটি প্রতিটি মার্চেন্টের নিজস্ব অফার পলিসি অনুযায়ী বিভিন্ন মেয়াদে চলবে।

ইলেকট্রনিক পণ্য ক্যাটাগরিতে নির্দিষ্ট ২০টি মার্চেন্ট থেকে যেকোনো ইলেকট্রনিক পণ্য কিনে, ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে এই ছাড় পাওয়া যাবে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে : শাওমি, বাটারফ্লাই, রায়ান্স কম্পিউটার্স, বেস্ট ইলেকট্রনিক্স, ভিশন এম্পোরিয়াম, ট্রান্সকম ডিজিটাল, এমকে ইলেকট্রনিক্স, ভিশন, মিনিস্টার, ভিসতা ইলেকট্রনিক্স, ইলেকট্রোমার্ট, ইলেকট্রা ইন্টারন্যাশনাল, যমুনা ইলেকট্রনিক্স, এক্সেল ই-স্টোর, টেক ল্যান্ড, ড্যাজেল, কম্পিউটার কিচেন, নেক্সাস কমিউনিকেশন, এসকোয়ার এবং খান ইলেকট্রনিক্স।

‘নগদ’ অ্যাপ দিয়ে অথবা *১৬৭# ডায়াল করে মার্চেন্ট পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করে, যেকোনো গ্রাহক এই অফারটি নিতে পারবেন। তবে এক্সেল ই-স্টোরে নগদ অনলাইন পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করলে এই অফারটি পাওয়া যাবে।

লাইফস্টাইলের ক্যাটাগরিতে রয়েছে : সেইলর, ইউ-টার্ন, কিউরিয়াস, জেন্টল পার্ক, এমএস রেঞ্জ ফ্যাশন, বিটু উইন, স্মার্টেক্স, স্পোর্টস ওয়ার্ল্ড, বেল আউটফিটার্স, ইসরা ফ্যাশন, দুরন্ত। এসব প্রতিষ্ঠান থেকে কেনাকাটায় মিলবে ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

রেস্টুরেন্টের মধ্যে রয়েছে : শর্মা হাউস, বার্গার এক্সপ্রেস, টেস্টি ট্রিট, শেফ টেবিল, বিএফসি, নর্থ অ্যান্ড, চাপওয়ালা, ক্যাফে বায়েজিদ, ক্যাফে ক্যাফ, গ্রান্ড মুঘল। ক্যাম্পেইন চলাকালে এসব রেস্টুরেন্ট থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত প্রতিটি মার্চেন্টের নিজস্ব অফার পলিসি অনুযায়ী ক্যাশব্যাক অফার নেয়া যাবে একাধিকবার।

এই ক্যাম্পেইন চলাকালে কোনো গ্রাহকের শর্ত পূরণ করেও ক্যাশব্যাক না পেলে নগদ-এর হটলাইনে অভিযোগ জানাতে পারবেন। সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার ৩০ কর্মদিবসের মধ্যে গ্রাহকের নগদ অ্যাকাউন্টে ক্যাশব্যাকের টাকা পৌঁছে যাবে। অফার নিশ্চিত করতে গ্রাহকদের নগদ অ্যাকাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে।

নগদের চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, ‘বিশ্বকাপের আনন্দ অনেকটা বাড়িয়ে দিতে পারে নতুন কোনো ইলেকট্রনিক গেজেট, লাইফস্টাইল প্রোডাক্ট অথবা আপনজনের সঙ্গে প্রিয় কোনো রেস্টুরেন্টে বসে খাওয়া-দাওয়া আর বিশ্বকাপ আড্ডা। তাই দেশের যেকোনো প্রান্ত থেকে এই তিনটি ক্যাটাগরিতে গ্রাহকেরা উপভোগ করতে পারছেন দারুণ অফার।’

বিশ্বকাপ উপলক্ষে এই অফার নিয়ে বিস্তারিত জানতে গ্রাহকদের নগদের ওয়েবসাইট ভিজিটের পরামর্শ দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর