বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫৪ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানি করবে সরকার

  •    
  • ১৯ অক্টোবর, ২০২২ ১৫:৫৭

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান, সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সৌদি আরামকো থেকে ১৬ লাখ টন পরিশোধিত তেল কেনা হবে। সংযুক্ত আরব আমিরাত থেকে বাকি ৩৮ লাখ ৬০ হাজার টন তেল জিটুজি ভিত্তিতে কেনা হবে।

অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ৫৪ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানি করছে সরকার।

অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বুধবারের বৈঠকে এ-সংক্রান্ত দরপ্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি জানান, সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সৌদি আরামকো থেকে ১৬ লাখ টন পরিশোধিত তেল কেনা হবে। বাকি ৩৮ লাখ ৬০ হাজার টন অপরিশোধিত তেল সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে কেনা হবে সংযুক্ত আরব আমিরাত থেকে।

তেলের লিটারপ্রতি মূল্য কত হবে, তা জানাননি অতিরিক্ত সচিব। ২০২৩ সালে এ তেল কেনা হবে।

বর্তমানে দেশে জ্বালানি তেলের চাহিদা বছরে ৬৮ লাখ টন। এর মধ্যে ১৫ লাখ টন পরিশোধিত। অবশিষ্ট তেল অপরিশোধিত হিসেবে আমদানি করা হয়।

একই বৈঠকে ১ কোটি ৬৫ লাখ লিটার সয়াবিন তেল কেনায় সায় দেয় মন্ত্রিসভা। এর মধ্যে ১ কোটি ১০ লাখ টন তেল কেনা হবে মেঘনা এডিবল অয়েল কোম্পানি রিফাইনারি থেকে। এতে ব্যয় হবে ১৮৯ কোটি টাকা। ফলে প্রতি লিটার তেলের দাম পড়বে প্রায় ১৭২ টাকা।

সুপার অয়েল রিফাইনারি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান সরবরাহ করবে ৫৫ লাখ টন। তারা দাম আরও ১২ টাকা কম রাখবে। ১৬০ টাকা দরে এই তেল কেনার পেছনে সরকারের ব্যয় হবে ৮৮ কোটি টাকা।

এ বিভাগের আরো খবর