দারুণ এক বছর কাটাচ্ছে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে চার দিকে যখন হাহাকার, তখন আগের দুই বছরের মন্দাভাব কাটিয়ে এই কোম্পানিটির মুনাফা দিয়েছে লাফ।
চলতি অর্থবছরের চার প্রান্তিকের মধ্যে সেপ্টেম্বরে সমাপ্ত তৃতীয় প্রান্তিক শেষে দেখা গেছে, আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে প্রায় ৪০ শতাংশ।
মঙ্গলবার কোম্পানির পর্ষদ সভায় তৃতীয় প্রান্তিকের অনীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে জানানো হয়, তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ১৫ টাকা ৫৪ পয়সা।
আর তিন প্রান্তিক মিলিয়ে এই আয়ের পরিমাণ ৪৪ টাকা ৮৬ পয়সা। আগের বছরের প্রথম তিন প্রান্তিকের আয় ছিল ৩২ টাকা ১০ পয়সা।
সেই হিসাবে আগের বছরের তিন প্রান্তিকের তুলনায় এ বছরে আয় বেড়েছে ১২ টাকা ৭৬ পয়সা বা ৩৯ দশমিক ৭৫ শতাংশ।
তবে আগের বছরের তুলনায় কোম্পানির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো কমেছে উল্লেখযোগ্যহারে।
তিন প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৬ টাকা ৯৯ পয়সা। আগের বছরের একই সময়ে এটি ছিল ৪১ টাকা ৫৪ পয়সা। অর্থাৎ ২৪ টাকা ৫৫ পয়সা কমেছে।
কোম্পানি জানিয়েছে, মুদ্রার বিনিময় হারের কারণে কাঁচামাল ও মোড়কজাতকরণ সামগ্রীর মূল্য বৃদ্ধিই এই ক্যাশ ফ্লো কমার প্রধান কারণ।
তবে কোম্পানির সম্পদমূল্য বেড়েছে কিছুটা। গত বছরের তিন প্রান্তিকে শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ১১১ টাকা ১৯ পয়সা। সেটি চলতি বছরে এসে দাঁড়িয়েছে ১২৩ টাকা ৭৪ পয়সায়।
পুঁজিবাজারে এই কোম্পানিটির সবশেষ শেয়ারদর ২ হাজার ৮৪৯ টাকা ১০ পয়সা। গত এক বছরে সর্বনিম্ন দর ছিল ২ হাজার ৭৫৫ টাকা আর সর্বোচ্চ দর ৩ হাজার ৪৩৯ টাকা ৫০ পয়সা।