বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এপিআরসির দায়িত্ব নিলেন বিএসইসি চেয়ারম্যান

  •    
  • ১৮ অক্টোবর, ২০২২ ০০:০৪

মরক্কোতে অনুষ্ঠিত আইওএসসিও-এর ৪৭তম বার্ষিক সভায় অংশ নেয়ার মাধ্যমে আগের কমিটির কাছ থেকে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম এ দায়িত্ব নেন। ২০২৪ সাল পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসসিও) এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) ভাইস চেয়ার পদে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

সোমবার মরক্কোতে অনুষ্ঠিত আইওএসসিও-এর ৪৭তম বার্ষিক সভায় অংশ নেয়ার মাধ্যমে আগের কমিটির কাছ থেকে তিনি এ দায়িত্ব নেন। ২০২৪ সাল পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

সভায় আইওএসসিও’র সঙ্গে বিএসইসির মাল্টিল্যাটারাল মেমোর‌্যান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ফর সুপারভাইসরি কো-অপারেশন (এপিআরসি সুপারভাইসরি এমএমওইউ) শীর্ষক সমঝোতা হয়েছে।

বহুপাক্ষিক সমঝোতা স্মারকটি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ২৪ জুলাই অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এপিআরসির ভাইস চেয়ার পদে নির্বাচিত হন।

সারা বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাদের নিয়ে গঠিত আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানে এমন অর্জন বাংলাদেশের জন্য এটাই প্রথম। আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ এই পদে বাংলাদেশের অবস্থান নিশ্চিত হওয়ায় দেশ এবং দেশের পুঁজিবাজার আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত হবে। বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ও আস্থা বৃদ্ধি পাবে।

আন্তর্জাতিক পুঁজিবাজারের নীতিনির্ধারণে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধি পাবে, সংশ্লিষ্ট আইনকানুনের সঙ্গে সমন্বয় করে দেশের পুঁজিবাজার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, বৈদেশিক বিনিয়োগ এবং সহযোগিতা বৃদ্ধি, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধিসহ দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নতিতে এই অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আইওএসসিও ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদস্য সংখ্যা ২৩৩টি। বিএসইসি ২০১৩ সালে আইওএসসিও এমএমওইউ স্বাক্ষরের মাধ্যমে এর সর্বোচ্চ মান অ্যাপেনডিক্স ‘এ’-তে উন্নীত হয়।

সংস্থাটির চারটি আঞ্চলিক কমিটির মধ্যে এপিআরসি একটি। ভারত, চীন, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়াসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২১টি দেশ এই আঞ্চলিক কমিটির সদস্য।

এ বিভাগের আরো খবর