বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বন্ড মার্কেট অনেক ভালো করবে: বিএসইসি চেয়ারম্যান

  •    
  • ১১ অক্টোবর, ২০২২ ১৭:১৬

‘আজ প্রথম দিনে পৌনে ৩ লক্ষ কোটি টাকার সরকারি সিকিউরিটিজ বন্ড লেনদেন হয়েছে। এর মাধ্যমে দুই বছর ধরে বন্ডের যে চেষ্টা ছিল তা আমরা এখন সফলভাবে করতে পারছি। ইতোমধ্যে প্রাণ গ্রুপ ১০০ কোটি টাকার বন্ড নিয়েছে, মেটলাইফ নিয়েছে ১০০ কোটি টাকার এবং আইএফসি ৪ বিলিয়ন ডলারের সাইজ বন্ড ইস্যু করতে দরখাস্ত করেছে। আশা করছি দেশের বন্ড মার্কেট অনেক ভালো করবে।’

পুঁজিবাজারের ঘুরে দাঁড়ানোর মধ্যে পুরনো হতাশার বৃত্তে চলে যাওয়ার মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম থেকে বন্ড মার্কেট নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন।

তার আমলে পুঁজিবাজারে বন্ড লেনদেন শুরু হওয়ার বিষয়টি তুলে ধরে বলেন, ‘আমরা এখন ক্যাপিটাল মার্কেটে বসে ব্যাংকগুলোকে বাঁচাচ্ছি পারপেচুয়াল বন্ড দিয়ে; পারপেচুয়াল বন্ডের ট্রেড শুরু হয়েছে, সিটি ব্যাংকসহ অন্যান্য ব্যাংকগুলো ট্রেড শুরু করেছে।’

সরকারি বন্ডের লেনদেন নিয়ে তিনি বলেন, ‘আজ প্রথম দিনে পৌনে ৩ লক্ষ কোটি টাকার সরকারি সিকিউরিটিজ বন্ড লেনদেন হয়েছে। এর মাধ্যমে দুই বছর ধরে বন্ডের যে চেষ্টা ছিল তা আমরা এখন সফলভাবে করতে পারছি। ইতোমধ্যে প্রাণ গ্রুপ ১০০ কোটি টাকার বন্ড নিয়েছে, মেটলাইফ নিয়েছে ১০০ কোটি টাকার এবং আইএফসি ৪ বিলিয়ন ডলারের সাইজ বন্ড ইস্যু করতে দরখাস্ত করেছে। আশা করছি দেশের বন্ড মার্কেট অনেক ভালো করবে।’

মঙ্গলবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই অডিটোরিয়ামে ‘বন্ড মার্কেট; দ্য আলটিমেট সল্যুশন ফর লং টার্ম ফাইন্যান্সিং’ শীর্ষক এক আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসি প্রধান এসব কথা বলেন।

শিবলী রুবাইয়াত বলেন, ‘ব্যবসায়ীদের লাভ করতে দিতে হবে। না হলে সরকারকে একটা টাকাও ট্যাক্স দিতে পারবে না। ব্যবসায়ীদেরও স্মার্ট হতে হবে। বিকল্প অর্থায়ন করতে হবে। শুধু একটি উৎসের ওপর নির্ভর করলে হবে না। ক্রয়মূল্য, উৎপাদন মূল্য, বিক্রয়মূল্য এই তিনটা দিকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘দেশের শেয়ার মার্কেটের চেয়ে বন্ড মার্কেট বেশি নিরাপদ।’

তিনি বলেন, ‘আমাদের ক্যাপিটাল মার্কেটে ফান্ডামেন্টাল একটা দুর্বলতা ছিল। শিবলী দায়িত্ব নেয়ার পর আমাদের অনেক মিটিং হয়েছে। সে বলেছে এখানে যেসব দুর্বলতা আছে, এগুলো দূর করতে হবে। আজকে আসলেই ঐতিহাসিক দিন। সরকারি ট্রেজারি বন্ড নিয়ে আমরা সবাই ফাইট করতেছি। আমাদের মার্কেটে কেন ট্রেজারি বন্ড এতদিন ছিল না। সারা বিশ্বে যেখানে ট্রেজারি বন্ড আছে, সেখানে আমাদের মার্কেটেও সবার প্রথম লিস্টেড হওয়া উচিত ছিল।

‘দুইটা জিনিস গুরুত্বপূর্ণ এখন আমাদের। একটা হলো বন্ড নিয়ে সচেতনতা তৈরি করতে হবে, আরেকটি হলো প্রাইসিং অব দ্যা বন্ড। কে নেবে বন্ড, কীভাবে নেবে- এটা নির্ধারণ করতে হবে।’

গ্যাস আমদানি না করার সিদ্ধান্ত নিয়েও কথা বলেন সালমান রহমান। তিনি বলেন, ‘আগে আমরা ৩০ টাকায় গ্যাস কিনে ১৬ টাকায় ব্যবসায়ীদের দিতাম। এখন সেটা ৭৫ টাকা। ৭৫ টাকায় কিনে তো আর ১৬ টাকায় ক্যাপটিভ পাওয়ারে দিতে পারবো না।

‘আমি যেটা বলব, আপনারা (ব্যবসায়ীরা) বসেন, আমরাও সরকারের সঙ্গে বসি। কিছু ভর্তুকি দিয়ে একটা মিনিমামে পৌঁছাতে হবে। … বৈশ্বিক যে সমস্যাগুলো আছে, সেগুলো তো আছেই। যেগুলো আমরা সমাধান করতে পারি, করব ‘

এ সময় মূল নিবন্ধ উপস্থাপন করেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান ও বিএসইসি সাবেক কমিশনার আরিফ খান।

প্যানেল আলোচনা করেন সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক শুভ্র কান্তি চৌধুরী, বিএমবিএ সাবেক সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী, ডিএসইর শেয়ারহোল্ডার ডিরেক্টর শাকিল রিজভী।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, বারভিডা সভাপতি হাবিবউল্লাহ ডন, ডিবিএ সভাপতি রিচার্ড ডি রোজারিও এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর