প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, দেশের শেয়ার মার্কেটের চেয়ে বন্ড মার্কেট বেশি নিরাপদ।
মঙ্গলবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই অডিটোরিয়ামে ‘বন্ড মার্কেট; দ্য আল্টিমেট সল্যুশন ফর লং টার্ম ফাইন্যান্সিং’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালমান বলেন, ‘অনেকদিন ধরেই সরকারি ট্রেজারি বন্ডের জন্য আমরা ফাইট করছি। আজকে সেটি হলো। এজন্য আজকে একটি ঐতিহাসিক দিন। দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, এখন আমাদের; একটা হলো বন্ড নিয়ে সচেতনতা তৈরি করতে হবে। আরেকটি হলো প্রাইসিং অব দ্যা বন্ড। কে নেবে বন্ড, কীভাবে নেবে এটা নির্ধারণ করতে হবে। আমাদের বন্ড মার্কেট কিন্তু আমাদের শেয়ার মার্কেটের চেয়ে বেশি সিকিউরড।’
তিনি বলেন, ‘আমাদের ক্যাপিটাল মার্কেটে ফান্ডামেন্টাল একটা দুর্বলতা ছিল। শিবলী দায়িত্ব নেয়ার পর থেকে আমাদের অনেক মিটিং হয়েছে। সে বলেছে এখানে যেসব দুর্বলতা আছে এগুলো দূর করতে হবে। আজকে আসলেই ঐতিহাসিক দিন। সরকারি ট্রেজারি বন্ড নিয়ে আমরা সবাই ফাইট করতেছি। আমাদের মার্কেটে কেন ট্রেজারি বন্ড এতদিন ছিল না। সারা বিশ্বে যেখানে ট্রেজারি বন্ড আছে, সেখানে আমাদের মার্কেটেও সবার প্রথম লিস্টেড হওয়া উচিত ছিল।’
সালমান বলেন, ‘আগে আমরা ৩০ টাকায় গ্যাস কিনে ১৬ টাকায় দিতাম ব্যবসায়ীদের। এখন সেটা ৭৫ টাকা, তো ৭৫ টাকায় কিনে তো আর ১৬ টাকায় ক্যাপটিভ পাওয়ার দিতে পারব না। তো, আমি যেটা বলব, আপনারা (ব্যবসায়ীরা) বসেন, আমরাও সরকারের সঙ্গে বসে কিছু ভর্তুকি দিয়ে একটা মিনিমাম এ পৌঁছাতে হবে।’
সালমান এফ রহমান বলেন, ‘বৈশ্বিক যে সমস্যাগুলো আছে, সেগুলো তো আছেই। যেগুলো আমরা সমাধান করতে পারি, করব।’
আলোচনা সভায় মূল নিবন্ধ উপস্থাপন করেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান ও বিএসইসি সাবেক কমিশনার চেয়ারম্যান আরিফ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। প্যানেল আলোচনা করেন সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক শুভ্র কান্তি চৌধুরী, বিএমবিএ সাবেক সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী, ডিএসই শেয়ারহোল্ডার ডিরেক্টর শাকিল রিজভী।
এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, বারভিডা সভাপতি হাবিবউল্লাহ ডন, ডিবিএ সভাপতি রিচার্ড ডি রোজারিও প্রমুখ।