১০ শতাংশ নগদ ও সমপরিমাণ বোনাস ঘোষণার প্রস্তাবে পুঁজিবাজারে কাগজ খাতে তালিকাভুক্ত কোম্পানি মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারদর দিয়েছে লাফ।
এক দিন দর বৃদ্ধির সর্বোচ্চ সীমা না থাকার দিন দর বেড়েছে ১৯ শতাংশ।
বুধবার প্রতিটি শেয়ার লেনদেন হয় ১৯২ টাকা ৯০ পয়সায়। লভ্যাংশ ঘোষণার কারণে মূল্যসীমা না থাকার দিন বেড়েছে ৩৭ টাকা ১০ পয়সা বা ১৯ দশমিক ২৩ শতাংশ। দর দাঁড়িয়েছে ২৩০ টাকা।
সুশাসনের অভাব থাকায় ২০০৯ সালে ওভার দ্য কাউন্টার বা ওটিসি মার্কেটে পাঠিয়ে দেয়ার এক যুগ পর গত বছর মূল বাজারে ফেরে কোম্পানি। পরের বছর তাদের আয়ের প্রবৃদ্ধি হয়েছে ৩৪৩ শতাংশ।
বুধবার কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ অর্থবছরের হিসাব পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করে আর বৃহস্পতিবার ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জে বিজ্ঞপ্তি আকারে সে সিদ্ধান্ত প্রকাশ হয়।
কোম্পানিটি এবার ২০ শতাংশ লভ্যাংশ প্রস্তাব করেছে। এর অর্ধেক বোনাসে, অর্ধেক নগদে অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতি ১০টি শেয়ারের বিপরীতে একটি শেয়ার এবং প্রতি শেয়ারে পাবেন এক টাকা করে।
২০২১ সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫ টাকা ৪৫ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ২৩ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় বেড়েছে ৪ টাকা ২২ পয়সা বা ৩৪৩ শতাংশ।
ওই বছর বিনিয়োগকারীরা ১০ শতাংশ নগদ, অর্থাৎ শেয়ারপ্রতি এক টাকা লভ্যাংশ পেয়েছিল।
গত বছর মুনাফা ছিল ১ কোটি ১৫ লাখ টাকা। এ বছর হয়েছে ৫ কোটি ১২ লাখ টাকা। বেড়েছে ৩ কোটি ৯৬ লাখ টাকা।
কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য হয়েছে ৪৪ টাকা ৮৮ পয়সা, আগের বছর সম্পদমূল্য ছিল ৪০ টাকা ৪৩ পয়সা।
গত ৫২ সপ্তাহে এই কোম্পানির শেয়ার ১৩৩ টাকা থেকে ২৭৫ টাকার মধ্যে লেনদেন হয়েছে।
১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্বল্প মূলধনি কোম্পানিটির শেয়ারসংখ্যা ৯৩ লাখ ৮৮ হাজার ৮২৫টি। এর মধ্যে ৪৭ দশমিক ৮৭ শতাংশ আছে পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে দশমিক ৩৫ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫১ দশমিক ৭৮ শতাংশ শেয়ার।
মনোস্পুল পেপারের পরিশোধিত মূলধন ৯ কোটি ৩৯ লাখ টাকা, রিজার্ভের পরিমাণ ২৮ কোটি ৫৭ লাখ টাকা। বর্তমান বাজার মূলধন ১৮১ কোটি ১১ লাখ টাকা।
দাম কমেছে পেপার প্রসেসিংয়ের
মনোস্পুলের সঙ্গে ওটিসি থেকে ফেরা আরেক কোম্পানি পেপার প্রসেসিংয়ের শেয়ারদর লভ্যাংশ ঘোষণার পর কমেছে।
এই কোম্পানিটি এবার শেয়ারপ্রতি ৪ টাকা ৬২ পয়সা মুনাফা করে ১৫ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৩৪ পয়সা। বেড়েছে ৩ টাকা ২৮ পয়সা। প্রবৃদ্ধি হয়েছে ২৪৪ টাকা।
গত বছর শেয়ারপ্রতি এক টাকা বা ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন বিনিয়োগকারীরা।
এবার যে লভ্যাংশের প্রস্তাব করা হয়েছে, তার মধ্যে ৮ শতাংশ নগদে এবং ৭ শতাংশ বোনাস হিসেবে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।
এই সিদ্ধান্তের প্রভাবে কোম্পানির শেয়ারদর কমেছে ৩ টাকা ৬০ পয়সা বা ১ দশমিক ৫২ শতাংশ।
আগের দিন প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে ২৩৬ টাকা ৮০ পয়সায়, সেটি এখন দাঁড়িয়েছে ২৩৩ টাকা ২০ পয়সায়।
গত এক বছরে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ১২৫ টাকা, সর্বোচ্চ দর ছিল ৩১৯ টাকা।
১০ কোটি ৪৫ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির শেয়ারসংখ্যা ১ কোটি ৪ লাখ ৪৯ হাজার ৬০০টি।
এর মধ্যে ৩৫ শতাংশ শেয়ার ধারণ করে আছেন উদ্যোক্তা পরিচালকরা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে শূন্য দশমিক ৫৪ শতাংশ আর বাকি ৬৪ দশমিক ৪৬ শতাংশই আছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
কোম্পানিটির বর্তমান বাজার মূলধন ২৪৭ কোটি ৪৪ লাখ ৬৫ হাজার টাকা।