করোনাভাইরাস মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় ওলটপালট হয়ে যায় বিশ্ব অর্থনীতি। এর পর থেকেই বিশ্বমন্দার আশঙ্কা করছে বিশ্বব্যাংক, আইএমএফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। যার প্রভাব পড়েছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রেও।
তবে এই সংকটের মধ্যেও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। দেশটিতে পোশাক রপ্তানিতে চীন ও ভিয়েতনামের চেয়ে বেশি প্রবৃদ্ধি করেছে বাংলাদেশ।
চলতি ২০২২ সালের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠান বাংলাদেশ থেকে ৫৭১ কোটি ডলারের পোশাক কিনেছে। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ৫৪ দশমিক ৪৩ শতাংশ বেশি।
এই সাত মাসে বাংলাদেশের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দেশ চীন ও ভিয়েতনামের পোশাক রপ্তানি বেড়েছে যথাক্রমে ৪০ শতাংশ ও ৩৫ দশমিক ৩০ শতাংশ।
জানুয়ারি-জুলাই সময়ে পুরো বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে ৩৯ দশমিক শূন্য ৬ শতাংশ।
ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য এসেছে।
মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে ৭৬ কোটি ডলারের, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪৫ দশমিক ৪৯ শতাংশ বেশি।
ফেব্রুয়ারিতে রপ্তানি হয়েছে ৬৯ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪৩ দশমিক ১৮ শতাংশ বেশি, মার্চে রপ্তানি হয়েছে ১০৩ কোটি ডলার, যা আগের বছরের চেয়ে ৯৬ দশমিক ১০ শতাংশ বেশি। এপ্রিলে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৮২ কোটি ডলারের পোশাক, যা আগের বছরের চেয়ে ৭৪ দশমিক ৩৪ শতাংশ বেশি, মে মাসে রপ্তানি হয়েছে ৮২ কোটি ডলার, যা আগের বছরের চেয়ে ৩৮ দশমিক ৫৯ শতাংশ বেশি।
জুনে রপ্তানি হয়েছে ৯১ কোটি ডলার, যা আগের বছরের চেয়ে ৬৬ দশমিক ১৮ শতাংশ বেশি এবং জুলাইয়ে রপ্তানি হয়েছে ৬৯ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২২ দশমিক শূন্য ৯ শতাংশ বেশি।
সব মিলিয়ে চলতি বছরের প্রথম সাত মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৫৪ দশমিক ৪৩ শতাংশ।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ তৃতীয় শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। চলতি বছরের প্রথম সাত মাসে বাংলাদেশ ৫৭১ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে দেশটিতে, দেশি মুদ্রায় যা (প্রতি ডলার ৯৫ টাকা ধরে) ৫৪ হাজার ২৪৫ কোটি টাকা।
এ সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে চীন পোশাক রপ্তানি করেছে ১ হাজার ২৭৯ কোটি বা ১২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম সাত মাসে চীন প্রথম অবস্থানে রয়েছে। আলোচিত এ সময়ে দেশটির পোশাক রপ্তানি বেড়েছে আগের বছরের একই সময়ের চেয়ে ৪০ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে থাকা ভিয়েতনাম একই সময়ে ১ হাজার ৯১ কোটি ডলার বা ১০ দশমিক ৯১ বিলিয়ন ডলার পোশাক রপ্তানি করে দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক দেশ হিসেবে জায়গা করে নিয়েছে। এ সময়ে দেশটির রপ্তানি আগের বছরের চেয়ে ৩৫ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে অন্য দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। আলোচিত এ সময়ে দেশটিতে রপ্তানি বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ৫৯ দশমিক ৬৯ শতাংশ। দেশটি ৩৪১ কোটি বা ৩ দশমিক ৪১ বিলিয়ন ডলার রপ্তানি করেছে।
চলতি বছরের প্রথম সাত মাসে পাশের দেশ ভারত রয়েছে শীর্ষ পাঁচে। এ সময়ে দেশটি যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি করেছে ৩৬৯ কোটি বা ৩ দশমিক ৬৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের থেকে ৫৯ দশমিক ৩৯ শতাংশ বেশি।
এ সময়ে শীর্ষ ছয়ে রয়েছে মেক্সিকো। দেশটি যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করেছে ১৮৫ কোটি বা ১ দশমিক ৮৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৭ দশমিক ৮০ শতাংশ বেশি।
যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ সাতে রয়েছে হন্ডুরাস। দেশটি যুক্তরাষ্ট্রের বাজার দখল করেছে ১৭৭ কোটি বা ১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২২ দশমিক ২৩ শতাংশ বেশি।
চলতি বছরের প্রথম সাত মাসে যুক্তরাষ্ট্রের বাজারে কম্বোডিয়া ২৫৮ কোটি বা ২ দশমিক ৫৮ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করতে পেরেছে। আগের বছরের চেয়ে দেশটির রপ্তানি বেড়েছে ৫৫ দশমিক ৯০ শতাংশ।
নবম স্থানে রয়েছে পাকিস্তান। দেশটি যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছরের প্রথম সাত মাসে পোশাক রপ্তানি করেছে ১৭০ কোটি বা ১ দশমিক ৭০ বিলিয়ন ডলারের। আগের বছরের চেয়ে প্রবৃদ্ধি বেড়েছে ৪৬ দশমিক ৮৪ শতাংশ।
আলোচিত এ সময়ে শীর্ষ দশের ঘরে রয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটি যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি করেছে ১২ কোটি বা শূন্য দশমিক ১২ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের চেয়ে ৪৭ শতাংশ বেশি।
পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল নিউজবাংলাকে বলেন, ‘মহামারি করোনা থেকে ঘুরে দাঁড়ানো এবং ভোক্তাদের কেনাকাটা বৃদ্ধি পাওয়ায় খুচরা বিক্রি স্বাভাবিকের তুলনায় আরও বেড়েছে। তবে মূল্যস্ফীতি, ফেডের হার বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্দার কারণে ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে প্রবৃদ্ধির এই ঊর্ধ্বমুখী ধারা কতটা টিকে থাকবে, সেটি ভাবনার বিষয়।’
তিনি বলেন, ‘বাংলাদেশের মোট পোশাক রপ্তানি আগস্ট ২০২২ পর্যন্ত উল্লেখযোগ্য হারে প্রবৃদ্ধি বজায় রেখেছিল, ফলে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের আমদানি সেপ্টেম্বর পর্যন্ত ইতিবাচক প্রবণতা বজায় রাখতে পারে।’
পরে অর্থনৈতিক অস্থিরতার কারণে খুচরা বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় ক্রেতারা সতর্ক আছেন বলে জানান বিজিএমইএর পরিচালক।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য বলছে, চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই-আগস্ট দেশের রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ৩১ শতাংশ। দুই মাসে মোট রপ্তানি হয়েছে ৮৫৯ কোটি ১৮ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়েও ৪ দশমিক ৫২ শতাংশ বেশি।
এই দুই মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৭১১ কোটি ২৬ ডলারের, এই খাতে প্রবৃদ্ধি হয়েছে ২৬ শতাংশ। এ ছাড়া জুলাই-আগস্ট সময়ে ২৬ কোটি ৮৫ লাখ ডলারের হোম টেক্সটাইল রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৫৩ শতাংশ বেশি।
ইপিবি বলেছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশি রপ্তানি পণ্যের বৃহত্তম বাজার। বরাবরের মতো বাংলাদেশের পণ্যের আমদানিকারক দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্র শীর্ষে অবস্থান করছে।
গত ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশের রপ্তানিকারকরা ৫২ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলারের পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করেছেন, যা আগের অর্থবছরের চেয়ে ২৪ দশমিক ৩৮ শতাংশ বেশি।
এর মধ্যে পোশাক রপ্তানি থেকে এসেছে ৯ দশমিক ৩৪ বিলিয়ন ডলার। এ হিসাবে যুক্তরাষ্ট্রে মোট রপ্তানির ৯০ শতাংশই এসেছে পোশাক থেকে।