বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যবসা বৃদ্ধির চুক্তি, সাইফ পাওয়ারের মুনাফা বাড়বে ২৫ কোটি

  •    
  • ২৬ সেপ্টেম্বর, ২০২২ ১৯:০৮

চুক্তির আওতায় সাফিন ফিডারস ও সাইফ পাওয়ারটেক তিনটি জাহাজের মাধ্যমে ১৫ বছরের মেয়াদে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ ও অন্যান্য আন্তর্জাতিক রুটে কার্গো সেবা দেবে। প্রতি বছর কার্গো মালবাহী জাহাজপ্রতি ২০০ কোটি টাকা আয় হবে। এতে নিট মুনাফা হবে ২৫ কোটি টাকা।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পোর্টস কোম্পানির সাবসিডিয়ারি সাফিন ফিডার কোম্পানির সঙ্গে চুক্তি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড ও এর সাবসিডিয়ারি সাইফ মেরিটাইম।

এই সহযোগিতার ফলে সাইফ পাওয়ারটেকের বার্ষিক মুনাফা ২৫ কোটি টাকা বাড়বে বলে জানানো হয়েছে।

সোমবার ঢাকা ও চিটাগং স্টক এক্সচেঞ্জের বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাহাজ পরিচালনার জন্য রোববার এই চুক্তিটি হয়।

সাফিন ফিডার আরব আমিরাতভিত্তিক কনটেইনার ফিডার সেবাদাতা প্রতিষ্ঠান, যার শতভাগ মালিকানা রয়েছে এডি পোর্টস গ্রুপের।

চুক্তির আওতায় সাফিন ফিডারস ও সাইফ পাওয়ারটেক তিনটি জাহাজের মাধ্যমে ১৫ বছরের মেয়াদে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ ও অন্যান্য আন্তর্জাতিক রুটে কার্গো সেবা দেবে। প্রতি বছর কার্গো মালবাহী জাহাজপ্রতি ২০০ কোটি টাকা আয় হবে। এতে নিট মুনাফা হবে ২৫ কোটি টাকা।

এই উদ্দেশ্যে সাইফ পাওয়ারটেক দুবাইয়ে সাইফ মেরিটাইম এলএলসি নামে একটি সহযোগী কোম্পানি চালু করেছে।

চুক্তির আওতায় সাফিন ফিডারসে আটটি বাল্ক ভেসেলের মাধ্যমে ফুজিয়ারা বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পণ্য আনা-নেয়া করবে সাইফ পাওয়ারটেক। এর প্রতিটির ধারণক্ষমতা ৫৫ হাজার ডিডব্লিউটি। এসব কার্গোর মাধ্যমে ফুজিয়ারা বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে ক্লিংকারসহ অন্যান্য পণ্য আমদানি-রপ্তানি করা হবে।

চট্টগ্রাম বন্দরের প্রায় ৫৮ শতাংশ কনটেইনার হ্যান্ডেল করে সাইফ পাওয়ারটেক। কোম্পানিটি মোংলা ও পানগাঁও বন্দরেও কনটেইনার হ্যান্ডেল করে।

এ বিভাগের আরো খবর