বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বপ্না ভৌমিক এমএন্ডএস’র ভারতেরও প্রধান

  •    
  • ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০১:২৯

২০১৩ সালে স্বপ্না ভৌমিক যখন এমঅ্যান্ডএস’র কান্ট্রি ডিরেক্টর বা বাংলাদেশের প্রধান হিসেবে দায়িত্ব নেন তখন ব্র্যান্ডটি বাংলাদেশ থেকে আমদানি করত ১৩ কোটি ডলারের পোশাক। গত বছর এমঅ্যান্ডএস বাংলাদেশ থেকে আমদানি করেছে প্রায় দেড় বিলিয়ন ডলারের পোশাক।

স্বপ্না ভৌমিক এখন থেকে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড মার্কস অ্যান্ড স্পেনসারের (এমঅ্যান্ডএস) বাংলাদেশের পাশপাশি ভারতের কান্ট্রি ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করবেন। এতদিন তিনি প্রতিষ্ঠানটির শুধু বাংলাদেশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার থেকে তাকে পদোন্নতি দিয়ে দুই দেশের প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে বলে ভৌমিক নিজেই জানিয়েছেন।

তিনি বলেন, ‘একটি ঘোষণায় আমাকে বাংলাদেশ ও ভারতের জন্য এমঅ্যান্ডএস’র আঞ্চলিক প্রধান হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে।’

স্বপ্না ভৌমিকের পদোন্নতিতে উচ্ছ্বাস প্রকাশ করে বিজ্ঞাপনী সংস্থা গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গাউসুল আলম তার ফেসবুকে লিখেছেন, ‘এই মেয়েদের নিয়ে আর আর পারা যাচ্ছে না। ফুটবলে বাংলাদেশের মেয়েদের সাফল্যের গল্প টাটকা থাকতেই নতুন এক মহিলার যন্ত্রণা! আমাদের স্বপ্না মানে স্বপ্না ভৌমিক এতদিন ছিল মার্কস অ্যান্ড স্পেনসারের বাংলাদেশের কান্ট্রি হেড। এইটুকু যেন যথেষ্ট ছিলো না, এখন উনি হয়েছেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার রিজিওনাল হেড। এইসব বাড়াবাড়ি কোন মানে আছে। কিন্তু না মেনে নিয়েও তো উপায় নেই। যা হোক, যা হওয়ার হয়ে গেছে, এখন পার্টিটা হলেই হয় আরকি!’

২০১৩ সালে স্বপ্না ভৌমিক যখন এমঅ্যান্ডএস’র কান্ট্রি ডিরেক্টর বা বাংলাদেশের প্রধান হিসেবে দায়িত্ব নেন তখন ব্র্যান্ডটি বাংলাদেশ থেকে আমদানি করত ১৩ কোটি ডলারের পোশাক। সেই পোশাক সরবরাহ করত ৩০টি কারখানা। স্বপ্নার নেতৃত্বে বাংলাদেশে ব্যবসা বৃদ্ধি করেছে যুক্তরাজ্যভিত্তিক এই ফ্যাশন ব্র্যান্ড।

গত বছর এমঅ্যান্ডএস বাংলাদেশ থেকে আমদানি করেছে প্রায় দেড় বিলিয়ন ডলারের পোশাক। সরবরাহকারী প্রতিষ্ঠানের সংখ্যাও ৩০ থেকে বেড়ে ৭০-এর কাছাকাছি দাঁড়িয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনে স্নাতক অর্জন করা স্বপ্না রপ্তানিমুখী পোশাকশিল্পে আগ্রহের জন্য বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ভর্তি হন। বিইউএফটির ডিপ্লোমা কোর্সে ভালো ফলের সুবাদে স্বপ্না ডাক পেলেন দেশীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানে।

একজন সহকারী মার্চেন্ডাইজার হিসেবে শুরু করা স্বপ্না ভৌমিক এখন বিশ্বখ্যাত একটি ফ্যাশন ব্র্যান্ডের বাংলাদেশ ও ভারতের প্রধানের দায়িত্ব পালন করবেন।

এ বিভাগের আরো খবর