বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই দশক পর পুঁজিবাজারে লভ্যাংশ পেলেন শহীদ জননী

  •    
  • ২০ সেপ্টেম্বর, ২০২২ ২৩:১৩

ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের মাধ্যমে মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে ‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ঘণ্টা বাজানো ও বিনিয়োগকারীদের দাবি নিষ্পত্তি কর্মসূচি’ অনুষ্ঠানে এই অর্থ হস্তান্তর করা হয়। জাহানারা ইমামের পরিবারের নিষ্পত্তিকৃত অর্থের পরিমাণ ১ লাখ ৪২ হাজার ৪১০ টাকা।

পুঁজিবাজারের অনিষ্পত্তিকৃত নগদ লভ্যাংশের অর্থ পেল শহীদ জননী জাহানারা ইমামের পরিবার। দীর্ঘ দুই দশক পর শহীদ জননী জাহানারা ইমাম, তার দুই সন্তান শহীদ শাফী ইমাম রুনি ও সাইফ ইমামের শেয়ারের অনিষ্পত্তিকৃত অর্থ প্রদান করা হয়েছে।

ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) মাধ্যমে মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে ‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ঘণ্টা বাজানো ও বিনিয়োগকারীদের দাবি নিষ্পত্তি কর্মসূচি’ অনুষ্ঠানে এই অর্থ হস্তান্তর করা হয়।

সাইফ ইমামের পক্ষে তার অনুমোদিত প্রতিনিধি হাবিবুর রহমান চেক গ্রহণ করেন। চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সাইফ ইমামের পক্ষে তার অনুমোদিত প্রতিনিধি হাবিবুর রহমান চেক গ্রহণ করেন।

সিএমএসএফ চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান ও ডিএসই চেয়ারম্যান ইউনুসুর রহমান।

জাহানারা ইমামের পরিবারের নিষ্পত্তিকৃত অর্থের পরিমাণ ১ লাখ ৪২ হাজার ৪১০ টাকা।

অনুষ্ঠানে ৭০ লাখ ৫১ হাজার ৭০২ টাকা ৮৩ পয়সা সমমূল্যের বিনিয়োগকারীদের অমীমাংসিত দাবি নিষ্পত্তি করা হয়। একই অনুষ্ঠানে ‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডে’র লেনদেন শুরু উপলক্ষে ঘণ্টা বাজানো হয়।

ফান্ডটির লেনদেন শুরু হবে বুধবার। এই ফান্ডের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১০০ কোটি টাকা। এটির উদ্যোক্তা হিসেবে সিএমএসএল ৫০ কোটি টাকা এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবি এএমসিএল) ২০ কোটি টাকা দিয়েছে।

ইনভেস্টমেন্ট করপোরেশন অফ বাংলাদেশ (আইসিবি) প্রি-আইপিও প্লেসমেন্টের পাঁচ কোটি টাকা দেয়। বাকি ২৫ কোটি টাকা সব বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা হয়, যা আইপিও’র মাধ্যমে উত্তোলন করা হয়েছে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।

পুঁজিবাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে এই গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড নিয়ে আসা হচ্ছে। ৩১ মার্চ সিএমএসএফ ফান্ডের ট্রাস্ট ডিড ও বিনিয়োগ ব্যবস্থাপনা চুক্তির বিষয়ে বিএসইসি অনুমোদন দেয়। এরই ধারাবাহিকতায় ১১ এপ্রিল একটি ট্রাস্ট ডিড সই হয়।

‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড’-এর স্পন্সর ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড। সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এছাড়া ফান্ডটির কাস্টোডিয়ান হিসেবে ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি রয়েছে।

এই ফান্ডের উদ্দেশ্য হল দেশের অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধির জন্য ছোট ও মাঝারি আকারের সঞ্চয়কারীদের সঞ্চয়কে বাণিজ্য ও শিল্পে ব্যবহার করা এবং ইউনিট হোল্ডারদের সর্বোচ্চ সম্ভাব্য ঝুঁকি-সামঞ্জস্যপূর্ণ মুনাফা দেয়া। এই তহবিলের সম্ভাব্য বিনিয়োগকারীরা হবে ব্যক্তি, প্রতিষ্ঠান, অনাবাসী বাংলাদেশি, মিউচুয়াল ফান্ড ও যৌথ বিনিয়োগ স্কিমগুলো।

সিএমএসএফ সময়মতো তারল্য সহায়তা দেয়ার মাধ্যমে পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়ন করে এবং আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের মতো একটি উদ্ভাবনী পণ্য নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

এ বিভাগের আরো খবর