চায়না রেফ্রিজারেটর ইন্ডাস্ট্রি সামিট ফোরাম ২০২২-এ বিভিন্ন ক্যাটাগরিতে তিনটি পুরস্কার জিতেছে কনকা রেফ্রিজারেটর।
সম্প্রতি চীনের বেইজিং শহরে হওয়া সামিটে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়। এতে গুরুত্বপূর্ণ তিন ক্যাটাগরিতেই জয়ী হয় কনকা।
বিশ্বের ১৬০টির বেশি দেশে সমাদৃত ব্র্যান্ড কনকা বাংলাদেশে যাত্রা শুরু করে ১৯৯৮ সালে। ইলেক্ট্রো মার্ট গ্রুপের হাত ধরে এ অগ্রযাত্রায় দ্রুতই তারা গ্রাহকদের আস্থা অর্জন করে। বিশ্বমানের পণ্য এবং সাশ্রয়ী মূল্যের কারণে প্রতিষ্ঠানটি ট্রেডিং ব্যবসা থেকে উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়।
এ বছর চীনের রেফ্রিজারেটর শিল্পে পরিবেশগত সংরক্ষণের ২০২২ শীর্ষস্থানীয় ব্র্যান্ড পুরস্কার জিতেছে কনকা। এ ছাড়া পুরস্কার মিলেছে ‘চায়না রেফ্রিজারেটর ইন্ডাস্ট্রি আল্ট্রা-লং ফ্রেশ প্রিজারভেশন লিডিং প্রোডাক্ট-২০২২’ ক্যাটাগরিতে। আরেকটি পুরস্কার এসেছে কনকার জীবাণুমুক্ত ক্লিন টেস্ট ফ্রেশ প্রযুক্তির জন্য ‘চায়না রেফ্রিজারেটর ইন্ডাস্ট্রি আউটস্ট্যান্ডিং চ্যানেল পারফরম্যান্স পণ্য-২০২২’ ক্যাটাগরিতে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, কনকা রেফ্রিজারেটরের উন্নতমানের প্রযুক্তি বিশ্বব্যাপী ভোক্তাদের জীবনমান সহজলভ্য ও উপভোগ্য করে তুলেছে। গ্রাহকরা পাচ্ছেন স্বাস্থ্যসম্মত আধুনিক ও উন্নত জীবনমান।
কনকা রেফ্রিজারেটর অরিজিনাল ফ্রেশ প্রযুক্তির কারণে শাকসবজি ও অন্য ফলমূলকে ১৫ দিন পর্যন্ত বাগানের মতো স্বাভাবিক রাখতে সক্ষম।
ইলেক্ট্রো মার্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ট্রেড ইন্টারন্যাশনাল চায়না-বাংলাদেশের যৌথ প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের নিত্যনতুন ইলেকট্রনিকস পণ্যসামগ্রী সাশ্রয়ী মূল্যে সরবরাহ করে যাচ্ছে। কনকা ও হাইকো ফ্রিজের বিশেষ বৈশিষ্ট্য ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয় এনে দিয়েছে বাজারখ্যাতি ও বিশেষ সুনাম।
ইলেক্ট্রো মার্ট দুই যুগেরও অধিক সময় ধরে বাংলাদেশের বাজারে কনকা রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি, সিলিং ফ্যান, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন এবং অন্যান্য হোম অ্যাপল্যায়েন্স সরবরাহ ও বাজারজাত করছে।
কনকা রেফ্রিজারেটরের বর্তমান মার্কেট শেয়ার ২৫ শতাংশ। দেশে ৪০টির অধিক সিরিজের কনকা রেফ্রিজারেটর ও ফ্রিজার পাওয়া যাচ্ছে সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টার, রিটেইল শোরুম এবং পার্টনার শোরুমসহ সর্বত্র।