বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে গেল বাণিজ্য প্রতিনিধি দল

  •    
  • ১৫ সেপ্টেম্বর, ২০২২ ১৯:৫৯

সফরকালে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল অফ ইউএস চেম্বার অফ কমার্সের সঙ্গে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আলোচনায় অংশ নেবেন এফবিসিসিআই নেতারা। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগ আকর্ষণে বেশ কিছু সভা ও সেমিনারে অংশ নেবেন তারা। বাংলাদেশি ইমিগ্রান্ট ডে উপলক্ষে নিউ ইয়র্কের বাণিজ্যমেলায় অংশ নেবে প্রতিনিধি দল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছে এফবিসিসিআইয়ের নেতৃত্বে উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল।

বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন ব্যবসায়ী নেতারা।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

সফরকালে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল অফ ইউএস চেম্বার অফ কমার্সের সঙ্গে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আলোচনায় অংশ নেবেন এফবিসিসিআই নেতারা। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগ আকর্ষণে বেশ কিছু সভা ও সেমিনারে অংশ নেবেন তারা। বাংলাদেশি ইমিগ্রান্ট ডে উপলক্ষে নিউ ইয়র্কের বাণিজ্যমেলায় অংশ নেবে প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে আছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, সহসভাপতি এম এ মোমেন, মো. আমিনুল হক শামীম, মো. আমিন হেলালী, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম, এফবিসিসিআইয়ের পরিচালক খান আহমেদ শুভ, দিলীপ কুমার আগারওয়ালা, রেজাউল করিম রেজনু, ড. কাজী এরতেজা হাসান, ড. নাদিয়া বিনতে আমিন, প্রীতি চক্রবর্তী, কে এম আখতারুজ্জামান, মো. নিজাম উদ্দিন, আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), নাজ ফারহানা আহমেদ, মোহাম্মদ আলী খোকন, আলমগীর শামসুল আলামিন কাজল ও তাহমিন আহমেদ।

এ ছাড়া আছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান, বংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির পরিচালক জেসমিন আকতার, হলোগ্রাম বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মামদুহা রওশন শেলী, বসুন্ধরা গ্রুপের পরিচালক আফরোজা বেগম, বাংলাদেশ মোবাইল ফোন বিজনেস আ্যসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা।

এ বিভাগের আরো খবর