দেশের অন্যতম শিল্পগ্রুপ নাসির গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন বিশ্বাস আর নেই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।
সোমবার সকাল ৯টায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন নাসির উদ্দিনের বড় ভাইয়ের ছেলে কিবরিয়া বিশ্বাস।
নাসির গ্রুপ একটি বাংলাদেশি বৃহত্তম শিল্প সংস্থা। এই সংস্থার সমষ্টিগত শিল্পের মধ্যে রয়েছে শিল্প গ্লাস, তামাক, মুদ্রণ এবং প্যাকেজিং, এনার্জি সেভিং ল্যাম্প ইত্যাদি।
নাসির উদ্দিন বিশ্বাস ১৯৭৭ সালে সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন।
স্বাধীনতার পর কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদর্গায় লবণের মজুত বা আমবাগানে কয়েকজন শ্রমিক নিয়ে যাত্রা শুরু করা সেই ছোট্ট শিল্প এখন বিস্তৃত কুষ্টিয়া, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জে। দেশি গ্লাস ও ফুটওয়্যার শিল্প বলতেই এখন নাসির গ্লাস ও জাম্প কেডস বোঝায়।
তামাকজাত ছোট্ট শিল্প বিড়ি থেকে গ্লাস, ফুটওয়্যার, গ্লাস ও প্লাস্টিকের বিশাল শিল্প গড়েছে নাসির গ্রুপ। কুটির শিল্প থেকে তিলে তিলে অভিজ্ঞতা ও সাহস সঞ্চার করে ভারী শিল্পপ্রতিষ্ঠা করা যায় তার অনন্য দৃষ্টান্ত কুষ্টিয়ার দৌলতপুরের নাসির গ্রুপ।
শিক্ষা বিস্তারেও নাসির উদ্দিনের অবদান অনস্বীকার্য। কুষ্টিয়ার দৌলতপুরের ১৪ ইউনিয়নে ১৪টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন নাসির উদ্দিন বিশ্বাস। পরবর্তী সময়ে সরকার তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তর করে।
আল্লারদর্গায় প্রতিষ্ঠা করেন নাসির উদ্দিন বিশ্বাস গার্লস হাই স্কুল। পরবর্তী সময়ে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু করা হয়। এ ছাড়া দৌলতপুর উপজেলার বড়গাংদিয়ায় প্রতিষ্ঠা করেন নাসির উদ্দিন বিশ্বাস কলেজ। বর্তমানে আল্লারদর্গায় সুবিশাল পরিসরে নির্মাণাধীন ও কার্যক্রম চলমান রয়েছে নাসির উদ্দিন বিশ্বাস পলিটেকনিক ইনস্টিটিউট ও নার্সিং ইনস্টিটিউট।
মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসাসেবায় আনেয়ারা বিশ্বাস মা ও শিশু কেন্দ্র দৌলতপুরের প্রসূতি মা ও শিশুদের চিকিৎসাসেবা দিয়ে আসছে।