বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চালের দাম আরও কমবে: খাদ্যমন্ত্রী

  •    
  • ৮ সেপ্টেম্বর, ২০২২ ১৭:১৬

মন্ত্রী বলেন, ‘সারা দেশে নিরবচ্ছিন্ন ও সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে খাদ্যবান্ধব, ওএমএস এবং টিসিবির চাল বিতরণ হচ্ছে। এর প্রভাবে বাজারে চালের দাম প্রতি কেজিতে ৫-৬ টাকা কমেছে। বাজার আরও সহনশীল হবে।’

চালের দাম কেজিতে পাঁচ টাকা কমেছে জানিয়ে তা আরও কমে আসবে বলে আশ্বাস দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, খাদ্যবান্ধব, ওএমএস এবং টিসিবির প্রভাব পড়েছে বাজারে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী মোড়ে ওএমএসের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চলতি বছর বোরো ধান উঠার পর চালের বাজার অস্বাভাবিক হারে বেড়ে যায়। এক পর্যায়ে মোটা চালের দরও ৫০ টাকা ছাড়িয়ে যায় আর চিকন চালের দাম দাঁড়ায় ৮৫ থেকে ৯০ টাকা পর্যন্ত।

তবে সরকার আমদানির পথ উন্মুক্ত করে শুল্ক দুই দফা কমানোর পর বাজার এখন পড়তির দিকে। বাজার পর্যবেক্ষণে সরকারি সংস্থা টিসিবির হিসেবে মোটা চালের দাম এখন ৫০ টাকার নিচে নেমে এসেছে। আর ৮০ টাকার চিকন চাল নেমেছে ৭০ টাকায়।

সরকার আমদানি উন্মুক্ত করার পাশাপাশি নিজেও আমদানির সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমার থেকে সরকার টু সরকার ভিত্তিতে দুই লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে, যাতে প্রতি কেজির দাম পড়বে ৪৪ টাকা।

আবার দরিদ্রদের মধ্যে সরকার ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে, যাতে প্রতি পরিবারের কাছে মাসে ৩০ কেজি চাল বিক্রি করা হচ্ছে।

খাদ্যমন্ত্রী বলেন, ‘সারা দেশে নিরবচ্ছিন্ন ও সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে খাদ্যবান্ধব, ওএমএস এবং টিসিবির চাল বিতরণ হচ্ছে। এসব কর্মসূচিতে অপেক্ষাকৃত পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও নিম্ন আয়ের পরিবার অগ্রাধিকার পাচ্ছে। এর প্রভাবে বাজারে চালের দাম প্রতি কেজিতে ৫-৬ টাকা কমেছে। বাজার আরও সহনশীল হবে।’

সরকারের চাল বিতরণ কার্যক্রমে কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি দাবি করে তিনি বলেন, ‘অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সঠিকভাবে চাল বিতরণের ব্যাপারে প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।’

রোপা আমন মৌসুমে কৃষকরা যেন ধানের ন্যায্যমূল্য পান, সেদিকে খেয়াল রেখে পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

এ বিভাগের আরো খবর