দেশের গ্রাহকদের জন্য ডাইন-ইন সুবিধা চালু করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডা। এ সুবিধাটি প্রতিষ্ঠানটির নতুন সাবস্ক্রিপশন সেবা প্যান্ডাপ্রোর একটি বিশেষ ফিচার। এর মাধ্যমে সুশি সামুরাই, ক্রিমসন কাপ, বারবি-কিউ টু নাইট, ১৩৮ ইস্ট, শরমা হাউসসহ পাঁচ শতাধিক জনপ্রিয় রেস্তোরাঁয় প্যান্ডাপ্রো গ্রাহকরা পাবেন ২৫ শতাংশ ছাড়।
ফুডপান্ডা এর আগে পিক-আপ ফিচার চালুর পর গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পায়। এরই ধারাবাহিকতায় অনলাইন ও অফলাইনে ফুডপান্ডার সেবাপ্রাপ্তির জন্য ডাইন-ইন ফিচারটি যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন রেস্তোরাঁর প্রতি মানুষের আগ্রহ বিবেচনায় নিয়ে ডাইন-ইন ফিচারটি চালু করেছে ফুডপান্ডা। ফুড ডেলিভারি সার্ভিস হিসেবেও বাংলাদেশে প্রথমবারের মতো গ্রাহকদের জন্য ডাইন-ইন সুবিধা চালু করেছে তারা।
ফুডপান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা বলেন, ‘আমি নিশ্চিত যে কোভিড-১৯-এর সময় মানুষ রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার আনন্দ মিস করেছে। একই সঙ্গে রেস্তোরাঁগুলোও গ্রাহককে তাদের পছন্দের খাবার পরিবেশনের আবহ মিস করেছে। তাই আমি আশা করি আমাদের ডাইন-ইন ফিচার গ্রাহকদেরকে আগের মতো রেস্তোরাঁয় গিয়ে খেতে উৎসাহিত করবে।’
কিছু ধাপ অনুসরণ করে গ্রাহকেরা ডাইন-ইন ফিচারটি উপভোগ করতে পারবেন। এ জন্য প্রথমে ফুডপান্ডার অ্যাপটি চালু করতে হবে। পান্ডাপ্রো সাবস্ক্রিপশন নিশ্চিত করার পর ডাইন-ইন অপশনে ক্লিক করতে হবে। কাঙ্ক্ষিত রেস্তোরাঁ খুঁজে পাওয়ার পর সেটি সিলেক্ট করতে হবে। এরপর রেস্তোরাঁতে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে কনফার্ম করে অফারটি সোয়াইপ করতে হবে।
এভাবে ডাইন-ইন অর্ডার নিশ্চিত হওয়ার পর গ্রাহক তার পছন্দের খাবারটি রেস্তোরাঁয় বসে উপভোগ করতে পারবেন। ডাইন-ইনের ক্ষেত্রে গ্রাহককে সরাসরি রেস্তোরাঁতে বিল পরিশোধ করতে হবে।