বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কর্মীদের ব্যয় সাশ্রয়ের আহ্বান রূপালী ব্যাংক এমডির

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ সেপ্টেম্বর, ২০২২ ২৩:২৩

তিনি বলেন, ‘মূল্যস্ফীতি মোকাবেলায় রূপালী ব্যাংকের কর্মীদের ব্যয় সাশ্রয়ী হতে হবে। সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে নিজ নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব কৃচ্ছসাধন করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনার পাশাপাশি জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।’

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ব্যয় সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন ব্যাংকটির নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর।

তিনি বলেছেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবেলা করে দেশের অর্থনীতির ক্রমবিকাশের ধারা অব্যাহত রাখতে সরকার ব্যয় সংকোচনের জন্য নানামূখী উদ্যোগ গ্রহণ করেছে। সেই ধারাবাহিকতায় রূপালী ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীদেরও ব্যয় সংকোচন করতে হবে।’

সোমবার রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকটির প্রধান কার্যালয়ে ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকের সকল পর্যায়ের নির্বাহীদের অংশগ্রহণে এক ভার্চ্যুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন নতুন এমডি মোহাম্মদ জাহাঙ্গীর।

তিনি বলেন, ‘মূল্যস্ফীতি মোকাবেলায় রূপালী ব্যাংকের কর্মীদের ব্যয় সাশ্রয়ী হতে হবে। সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে নিজ নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব কৃচ্ছসাধন করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনার পাশাপাশি জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।’

এক্ষেত্রে সকল নির্বাহীদের দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করার পরামর্শ দেন তিনি।

‘গ্রাহকদের সেবার মান বৃদ্ধি করার পাশাপাশি ভাল গ্রাহক সংগ্রহ করার জন্য সকলকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। ঋণ প্রদানের ক্ষেত্রে সতর্কতার সাথে গ্রাহক নির্বাচন করতে হবে, যাতে ব্যাংকের মুনাফা বৃদ্ধির পাশাপাশি খেলাপি ঋণের পরিমান কমে আসে।’

সভায় দেশের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সিএমএসএমই ঋণ প্রদান ও নারী উদ্যোক্তাদের সহায়তা প্রদানের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন মোহাম্মদ জাহাঙ্গীর।

দেশে রেমিট্যান্সপ্রবাহ বাড়াতে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করতে ব্যাংক কর্মকর্তাদের আহবান জানিয়ে তিনি বলেন, ‘প্রবাসীদের পরিবারের সদস্যদের সাথে পেশাদার ও আন্তরিক ব্যবহার করবেন।’

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান ও খান ইকবাল হোসেন, মহাব্যবস্থাপক পারসুমা আলম, গোলাম মরতুজা, হারুনুর রশিদ, কাজী ওয়াহিদুল ইসলাম এবং ইকবাল হোসেন খা।

সভায় সকল বিভাগীয়, আঞ্চলিক কার্যালয় ও কর্পোরেট শাখার নির্বাহীরা অংশগ্রহন করেন।

এ বিভাগের আরো খবর