বগুড়ার পুলিশ প্লাজায় নতুন আউটলেট চালু করল দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। বৃহস্পতিবার দুপুরে বগুড়ার নবাব বাড়ী রোডে (রানার প্লাজার বিপরীতে) নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নের রিজিওনাল হেড অফ অপারেশন সরকার নূর মোহাম্মদ, সহকারী জেনারেল ম্যানেজার (করপোরেট অ্যাফেয়ার্স) মুহাম্মদ তামিম খান, সিনিয়র আউটলেট ম্যানেজার মুরাদ হোসাইনসহ অনেকে।স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন এখন দেশের ৪২টি জেলায়। বগুড়ার পুলিশ প্লাজায় আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নের এ আউটলেটে নিয়মিত বাজার করবেন।’স্বপ্নের অপারেশন্স ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা।বগুড়ার পুলিশ প্লাজার স্বপ্নের আউটলেট থেকে হোম ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর ০১৪০১-১৮৮১৬৬।
বগুড়ার পুলিশ প্লাজায় চেইন শপ ‘স্বপ্ন’
স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন এখন দেশের ৪২টি জেলায়। বগুড়ার পুলিশ প্লাজায় আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে।’
-
ট্যাগ:
- স্বপ্ন
এ বিভাগের আরো খবর/p>