বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জ্বালানির মূল্যবৃদ্ধিতে চীনা কোম্পানিগুলোর বাজিমাত

  •    
  • ২৯ আগস্ট, ২০২২ ১১:৫৫

তেল ও গ্যাসের ক্রমবর্ধমান মূল্যের ফলে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ‘ঐতিহাসিক’ মুনাফা করার কথা জানিয়েছে পেট্রোচায়না কোম্পানি লিমিটেড, সিনোপেক ও সিনুক লিমিটেড।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউন, সম্পত্তির বাজারে সংকট কিংবা অভ্যন্তরীণ অর্থনীতির মন্থরগতিতেও ভাটা পড়েনি চীনের বৃহৎ তেল কোম্পানিগুলোর ব্যবসায়।

জ্বালানির মূল্যবৃদ্ধিতে চলতি বছরের প্রথম ছয় মাসে রেকর্ড মুনাফা করেছে কোম্পানিগুলো।

ব্লুমবার্গের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, তেল ও গ্যাসের ক্রমবর্ধমান মূল্যের ফলে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ‘ঐতিহাসিক’ মুনাফা করার কথা জানিয়েছে পেট্রোচায়না কোম্পানি লিমিটেড, সিনোপেক ও সিনুক লিমিটেড।

পেট্রোচায়নার চেয়ারম্যান জানিয়েছেন, সরকারি প্রণোদনা প্যাকেজে বেড়েছে তেলের চাহিদা। অন্যদিকে দেশটির শীর্ষ জ্বালানি তেল পরিশোধনকারী সিনোপেক আশা করছে, বছরের প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে জ্বালানি পণ্য বিক্রি ১১ শতাংশ বাড়বে।

বছরের প্রথমার্ধে রেকর্ড মুনাফা নিয়ে রোববার পোস্ট দেয় পেট্রোচায়না। এরপর সিনোপেকের পক্ষ থেকে বলা হয়, ‘চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে একটি একটি যৌক্তিক সীমার মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।

‘পরিশোধিত তেলজাত পণ্য ও রাসায়নিক পণ্যের অভ্যন্তরীণ চাহিদা বাড়ার আশা করা হচ্ছে। একই সঙ্গে প্রাকৃতিক গ্যাসের চাহিদাও বাড়বে।’

এদিকে লাভের বার্তা দেয়ার পাশাপাশি সতর্কও করেছেন চীনা কোম্পানিগুলো। তাদের ভাষ্য, উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে ক্রমবর্ধমান বেকারত্ব এবং ভূরাজনৈতিক অস্থিরতায় রয়েছে বিশ্ব অর্থনীতি। এর মধ্যে দ্বিতীয় কারণে জ্বালানির বাজারে অস্থিরতা বজায় থাকতে পারে।

এ বছরের প্রথম ছয় মাসে বিশ্ববাজারে অশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলারে গিয়ে ঠেকে, যেটি ২০২১ সালের একই সময়ের তুলনায় ৬০ শতাংশ বেশি। এর ফলে জ্বালানি উৎপাদনকারীরা আকস্মিক বড় ধরনের লাভ দেখেন।

এ বিভাগের আরো খবর