বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আট বছরে দারাজ

  •    
  • ২৬ আগস্ট, ২০২২ ০০:০৬

আট বছরে পদার্পণ উপলক্ষে ক্যাম্পেইনটিতে ২১ হাজার বিক্রেতা ২০ লাখের বেশি পণ্য নিয়ে হাজির হবে দারাজ। ক্রেতাদের জন্য থাকছে ব্র্যান্ড-ফ্রি শিপিং, মিস্ট্রি বক্স, ফ্ল্যাশ সেলস, হট ডিলস এবং মেগা ডিলসসহ আকর্ষণীয় পুরস্কার।

অনলাইন শপিং প্ল্যাটফর্ম ‘দারাজ’ বাংলাদেশে আট বছরে পদার্পণ করল। পথচলার এসময়কে স্মরণীয় করে রাখতে ‘৮ বছরের অফুরান উল্লাস ধন্যবাদ বাংলাদেশ’ স্লোগানে ৪-১১ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ বর্ষপূর্তি ক্যাম্পেইন চালু করছে দারাজ।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্যাম্পেইনটির উদ্বোধন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দারাজ গ্রুপের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী বিয়ারকে মিকেলসেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের ই-কমার্স খাতের দক্ষ কর্মীদের মাধ্যমেই দারাজ বাংলাদেশের কার্যক্রম পরিচালিত হচ্ছে। দারাজ গ্রুপ থেকে এ মার্কেটকে সম্ভাবনাময় হিসেবে আমরা চিহ্নিত করেছি এবং এ দেশের ই-কমার্স অবকাঠামো ও ইকোসিস্টেমের বিকাশে দারাজের শেয়ারহোল্ডাররা আগামী ৩-৪ বছরে এক হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী। তরুণ ও ভবিষ্যৎ উদ্যোক্তাদের ক্ষমতায়নের পাশাপাশি আমাদের প্রধান লক্ষ্য বাংলাদেশে টেকসই ই-কমার্স ব্যবসা ও ইকোসিস্টেম গড়ে তোলা।’

সংবাদ সম্মেলনে দারাজের বাংলাদেশে পথচলার বিভিন্ন সময়ের প্রাপ্তি এবং এর পেছনের গল্প তুলে ধরা হয়।

দারাজ জানায়, মাত্র পাঁচ জন কর্মী এবং একটি ওয়েবসাইট নিয়ে যাত্রা শুরু দারাজের। ৭০ লাখের বেশি ক্রেতা ও ৪১ হাজার বিক্রেতা এখন দারাজে।

সারাদেশের ৬৪টি জেলায় তাদের ৮৪টি হাব পয়েন্ট রয়েছে। এ ছাড়া সারাদেশে উপজেলা পর্যায়েও তাদের হাব করার পরিকল্পনা রয়েছে।

আট বছরে পদার্পণ উপলক্ষে ক্যাম্পেইনটিতে ২১ হাজার বিক্রেতা ২০ লাখের বেশি পণ্য নিয়ে হাজির হবে দারাজ। ক্রেতাদের জন্য থাকছে ব্র্যান্ড-ফ্রি শিপিং, মিস্ট্রি বক্স, ফ্ল্যাশ সেলস, হট ডিলস এবং মেগা ডিলসসহ আকর্ষণীয় পুরস্কার।

এছাড়া ক্যাম্পেইনে থাকছে ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ, গেমিফিকেশন গিভঅ্যাওয়ে, ভাউচার, পেমেন্ট অফার, নিউ ইউজার গিফট, ফ্ল্যাশ পাজল চ্যালেঞ্জ, এক্সক্লুসিভ লঞ্চ এবং বিশেষ ইএমআই সুবিধা।

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘৬৪ জেলায় আমাদের পৌঁছানোর ইচ্ছা ছিল। এ ইচ্ছা থেকেই ২০২১ সালে শেষে আমরা সব জেলায় পৌঁছাতে পেরেছি। সব জেলার পাশাপাশি কিছু উপজেলায় আমাদের হাব অফিস আছে। ২০২২ সালে আমরা গ্রাহকের সেবার উন্নতির দিকে নজর দিয়েছি।’

তিনি বলেন, ‘আমাদের ৫০ হাজারের বেশি সেলার পার্টনার রয়েছে। এর মাধ্যমে, আমরা দেশজুড়ে ই-কমার্সের পরিধি বিস্তৃত করতে পেরেছি। এক্ষেত্রে, আলিবাবার বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

দারাজ বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা মো. তাজদীন হাসান বলেন, ‘দারাজের সফলতার পেছনে রয়েছে দেশজুড়ে অসংখ্য ক্রেতা-বিক্রেতা, সহযোগী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও সহযোগিতা। তাদের এই সহযোগিতাকে স্মরণীয় করে রাখতে আট বছর পূর্তির এই ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশের ২ শতাংশেরও কম মানুষ অনলাইনে কেনাকাটা করে। আমাদের জনসংখ্যা সাড়ে ১৬ কোটি। এখানে দারাজের মতো অনলাইন প্ল্যাটফর্মের অনেক বেশি সুযোগ আছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন দারাজের গ্রুপ সিওও জর্নিকা জাফিরোভা, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুস রুশো, চিফ কমার্শিয়াল অফিসার সাব্বির হোসাইন এবং চিফ হিউম্যান রিসোর্স অফিসার মো. রিয়াদ হোসেনসহ দারাজের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিভাগের আরো খবর