বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘাটতি দিয়ে অর্থবছর শুরু এনবিআরের

  •    
  • ২৫ আগস্ট, ২০২২ ২২:০০

চলতি অর্থবছরের জুলাই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ৫৮৬ কোটি টাকা। আয়কর, ভ্যাট ও শুল্ক খাতে সব মিলিয়ে এ মাসে আদায় হয়েছে ১৭ হাজার ৭৬০ কোটি টাকা। সে হিসাবে রাজস্ব আহরণে ঘাটতি রয়েছে ২ হাজার ৮২৬ কোটি টাকা।

অতীতের ধারাবাহিকতায় রাজস্ব আহরণে ঘাটতি নিয়ে নতুন অর্থবছর শুরু করল জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। ২০২২-২৩ অর্থবছরের জুলাই মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩ হাজার কোটি টাকা কম আদায় হয়েছে। তবে ঘাটতি থাকলেও জুলাইয়ে সার্বিকভাবে রাজস্ব আদায় বেড়েছে বা প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ।

এনবিআরের কর্মকর্তারা জানান, অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ের গতি বরাবরই শ্লথ থাকে। তার পর থেকে ধীরে ধীরে তা বাড়তে থাকে। সবচেয়ে বেশি বাড়ে শেষ দুই মাসে। দীর্ঘদিন ধরেই রাজস্ব আদায়ে এই প্রবণতা চলে আসছে।

এনবিআরের হালনাগাদ পরিসংখ্যানে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ৫৮৬ কোটি টাকা। আয়কর, মূল্য সংযোজন কর বা ভ্যাট ও শুল্ক খাতে সব মিলিয়ে এ মাসে আদায় হয়েছে ১৭ হাজার ৭৬০ কোটি টাকা। সে হিসাবে রাজস্ব আহরণে ঘাটতি রয়েছে ২ হাজার ৮২৬ কোটি টাকা।

বৃহস্পতিবার শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের নিয়ে রাজস্ব পর্যালোচনা সভা করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। সেগুনবাগিচায় এনবিআরের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজস্ব আদায়ে আরও কঠোর হতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে বলা হয়, করদাতাদের কাছ থেকে হয়রানি না করে সহজে কর আদায় করতে হবে। প্রতি মাসভিত্তিক রাজস্ব আদায়ের লক্ষ্য ও কর্মকৌশল ঠিক করারও তাগিদ দেয়া হয়।

চলতি অর্থবছরে এনবিআরকে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকার বিশাল লক্ষ্য দেয়া হয়েছে। এটা গত অর্থবছরের চেয়ে ৪০ হাজার কোটি টাকা বেশি।

গত অর্থবছরে সব মিলিয়ে ৩ লাখ ২ হাজার কোটি টাকার শুল্ক-কর আদায় করে এনবিআর। লক্ষ্য অর্জনে চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে প্রায় ২৩ শতাংশ প্রবৃদ্ধি হতে হবে।

এবার জুলাইয়ে রাজস্ব আদায়ে শুল্ক খাতে আগের বছরের জুলাইয়ের তুলনায় রাজস্ব আদায় বেশ বেড়েছে। শুল্ক খাতে আদায়ে প্রবৃদ্ধি প্রায় ৩৮ শতাংশ।

মূলত আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবে আমদানি পর্যায়ে শুল্ক আদায় বেড়েছে। জুলাইয়ে শুল্ক আদায় হয়েছে ৬ হাজার ৭৬৬ কোটি টাকা। এই খাতে লক্ষ্য ছিল ৬ হাজার ৭০৪ কোটি টাকা। এর পুরোটাই অর্জন হয়েছে। গতবারের জুলাইয়ের তুলনায় ১ হাজার ৮০০ কোটি টাকার মতো বেশি আদায় হয়েছে।

অন্যদিকে জুলাইয়ে ভ্যাট আদায়ে ঘাটতি প্রায় দেড় হাজার কোটি টাকা। ৮ হাজার ২১৪ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে এ মাসে ভ্যাট আদায় হয়েছে ৬ হাজার ৭৬৬ কোটি টাকা।

আয়কর আদায়ে ঘাটতি রয়েছে ৯৩৫ কোটি টাকা। জুলাইয়ে আয়কর ও ভ্রমণ কর আদায় হয়েছে ৪ হাজার ৭৩২ কোটি টাকা। এই সময়ে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৬৬৮ কোটি টাকা।

এ বিভাগের আরো খবর