বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিমের দামে কারসাজিতে জড়িতদের শাস্তি চায় এফবিসিসিআই

  •    
  • ২২ আগস্ট, ২০২২ ১৯:২২

মো. জসিম উদ্দিন বলেন, ‘সম্প্রতি ডিমের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান শুরু করে। এতে দাম একদিনের ব্যবধানে অনেকটা কমে এসেছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয় যে ডিমের বাজারে কারসাজি হয়েছে।’

ডিমের দাম অস্বাভাবিক হারে বাড়ানোর কারসাজিতে জড়িতদের শাস্তি দাবি করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর বাজার ও মূল্য পরিস্থিতি বিষয়ে সোমবার নিজস্ব কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনটির নেতারা এ দাবি জানিয়েছেন।

সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘প্রতি পিস ডিমের দাম একদিনে তিন টাকা বেড়ে যাবে, আবার সরকারি সংস্থার অভিযানের পর দাম কমে আসবে- এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

‘সম্প্রতি ডিমের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান শুরু করে। এতে ডিমের দাম একদিনের ব্যবধানে অনেকটা কমে এসেছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয় যে ডিমের বাজারে কারসাজি হয়েছে।’

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে উদ্দেশ করে সভাপতি বলেন, ‘ডিমের বাজারে কারসাজিতে জড়িত কাউকে খুঁজে পেলে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে হবে; যাতে অন্য কেউ এমন সুযোগ নিতে না পারে।

‘বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়লে দেশেও বাড়ে। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশে তার প্রভাব পড়ে না। সামান্য কয়েকজনের জন্য পুরো ব্যবসায়ী মহলকে অসাধু হিসেবে বদনাম শুনতে হচ্ছে।’

তিনি বলেন, ‘লোভের বশবর্তী হয়ে সুযোগ পেলেই তার অপব্যবহার করতে থাকলে সরকার বাধ্য হয়ে আমদানি শুরু করবে। তখন স্থানীয় শিল্প বিপাকে পড়বে। তাই দোষীদের খুঁজে বের করা ব্যবসায়ীদেরও দায়িত্ব।’

আইন প্রয়োগের মাধ্যমে বিভিন্ন খাতের মনোপলি ভাঙতে সরকারি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, ‘বাজারে কারসাজির জন্য ব্যবসায়ীদের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। মানুষের কাছে ব্যবসায়ীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ডিমের বাজারে কোনো অনিয়ম ও আইনবিরোধী কাজ হয়ে থাকলে দেশের প্রচলিত আইনে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি। এসব কার্যক্রমে এফবিসিসিআই পাশে থাকবে।’

বহুমুখী সমবায় সমিতিগুলোর ব্যবসার লাইসেন্স নেই জানিয়ে তিনি বলেন, ‘তারা কিভাবে ডিমের দাম নির্ধারণ করে? বিষয়গুলো কেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের নজরে আসেনি?’

সহ-সভাপতি সালাউদ্দিন আলমগীর বলেন, ‘প্রায় ১৭ কোটি মানুষকে ডিম ও মুরগি সরবরাহ করে প্রোটিনের চাহিদা মেটাচ্ছেন দেশের ব্যবসায়ীরা। কিন্তু গুটিকয়েক অসাধু ব্যবসায়ীর কারণে পুরো ব্যবসায়ী সমাজের এতো বছরের অর্জন ও সম্মান নষ্ট হয়েছে।’

অতি মুনাফা করার প্রবণতা ত্যাগ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, ‘ডিমের বাজারে কারসাজি হয়েছে এটা স্পষ্ট। যারা এটা করেছে তারা পুরো ব্যবসায়ী সমাজকে কলুষিত করেছে।

‘তিনদিনের অভিযানে ডিমের দাম ডজনে ৩০ থেকে ৩৫ টাকা কমেছে। তার মানে কোনো একটা পক্ষ বাজারে কারসাজি করেছে। যারা এটা করেছে তাদের বিরুদ্ধে অধিদপ্তর থেকে প্রয়োজনে মামলা করা হবে।’

ভোক্তা কণ্ঠের সম্পাদক কাজী আব্দুল হান্নান জানান, ‘১৪ দিনে ডিমের বাজার থেকে বাড়তি ২৬৮ কোটি ও ব্রয়লার মুরগির বাজার থেকে ২২৫ কোটি টাকা ভোক্তাদের কাছ থেকে নেয়া হয়েছে। খামারি থেকে সংগ্রাহক হয়ে ভোক্তাদের কাছে পৌঁছানোর আগ পর্যন্ত চারটি স্তরে এই বাড়তি টাকা আদায় করা হয়েছে।’

মুক্ত আলোচনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্রিডারস অ্যাসোসিয়েশনের এগ প্রডিউসারস এসোসিয়েশন, বিভিন্ন বাজারের বহুমুখী সমিতির নেতৃবৃন্দ, আড়তদার ও ডিম সরবরাহকারী বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রাণীসম্পদ অধিদপ্তরের উপপরিচালক জিনাত সুলতানা।

সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সহ-সভাপতি মো. আমিন হেলালী, মো. হাবীব উল্লাহ ডন, পরিচালকবৃন্দ ও মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।

এ বিভাগের আরো খবর