বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আয় কমল ওয়ালটনের, লভ্যাংশ শেয়ারে ২৫ টাকা

  •    
  • ৮ আগস্ট, ২০২২ ১৯:৫৭

২০২১ সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত ওয়ালটনের শেয়ার প্রতি আয় হয়েছে ৪০ টাকা ১৬ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৫৪ টাকা ২১ পয়সা। অর্থাৎ আয় কমেছে ১৪ টাকা ৫ পয়সা বা ২৫ দশমিক ৯১ শতাংশ।

আগের বছরের চেয়ে আয় প্রায় ২৬ শতাংশ কমে গেছে দেশের সবচেয়ে বড় ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের। তবে আয় কমলেও তারা লভ্যাংশ আগের বছরের সমান রাখার সিদ্ধান্ত নিয়েছে।

গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের হিসাব পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ২৫০ শতাংশ, অর্থাৎ শেয়ার প্রতি ২৫ টাকা লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

তবে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা লভ্যাংশ কম নেবেন বলে সিদ্ধান্ত হয়েছে। তাদেরকে ১৫০ শতাংশ করে শেয়ার প্রতি ১৫ টাকা করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২১ সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত ওয়ালটনের শেয়ার প্রতি আয় হয়েছে ৪০ টাকা ১৬ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৫৪ টাকা ২১ পয়সা। অর্থাৎ আয় কমেছে ১৪ টাকা ৫ পয়সা বা ২৫ দশমিক ৯১ শতাংশ।

আয় কমলেও কোম্পানির সম্পদ মূল্য কিছুটা বেড়েছে। গত জুন শেষে প্রতি শেয়ার প্রতি ৩৩৪ টাকা ৬৮ পয়সার সম্পদ ছিল কোম্পানিটির। এক বছর আগে যা ছিল ৩১১ টাকা ৫৯ পয়সা।

অর্থাৎ এক বছরে শেয়ার প্রতি সম্পদ বেড়েছে ২৩ টাকা ৯ পয়সা।

এই লভ্যাংশ চূড়ান্ত করতে বার্ষিক সাধারণ সভা বা এজিএম ডাকা হয়েছে আগামী ২৮ সেপ্টেম্বর। আগামী ৪ সেপ্টেম্বর যাদের হাতে শেয়ার থাকবে, তারাই এই লভ্যাংশ পাবে।

২০২০ সালে পুঁজিবাজারে বুকবিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ার দর ১ হাজার ১৬ টাকা। কোম্পানিটি তার মোট শেয়ারের কেবল ০.৯৭ শতাংশ বাজারে ছেড়েছে। তাদেরকে আরও সাড়ে ৯ শতাংশ বা এক কোটি ২০ শেয়ার ছাড়তে বলা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থা এই নির্দেশ দেয়ার পর ওয়ালটনের শেয়ারের ব্যাপক দরপতন হয়েছে। গত এক বছরে এক হাজার ৪৮৪ টাকা থেকে অনেকটাই নেমে এসেছে দর। বর্তমানে যে দর, সেটিই বছরের সর্বনিম্ন।

অবশ্য এই দর তার ইস্যু মূল্যের চেয়ে অনেক বেশি। ২০২০ সালে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৫২ টাকা দরে আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ৩১৫ টাকা দরে শেয়ার ইস্যু করা হয়।

তালিকাভুক্তির বছরে কোম্পানিটি ২০০ শতাংশ, অর্থাৎ শেয়ার প্রতি ২০ টাকা লভ্যাংশ দিয়েছিল।

এ বিভাগের আরো খবর