বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বর্ণালংকার পরিবর্তন ও বিক্রিতে সুবিধা বাড়ল

  •    
  • ৮ আগস্ট, ২০২২ ১৯:২৬

আগে স্বর্ণালংকার ব্যবসায়ীদের কাছে কেউ গহনা বিক্রি করলে মূল দামের ২০ শতাংশ বাদ দেয়া হতো। তবে বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে মূল দামের ১৫ শতাংশ টাকা কম দেয়া হবে।

স্বর্ণালংকার বিক্রি করলে এখন থেকে বেশি টাকা পাবেন অলংকারের মালিকেরা। অলংকার পরিবর্তন করার ক্ষেত্রেও বাড়ছে সুবিধা।

স্বর্ণালংকার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আগে স্বর্ণালংকার ব্যবসায়ীদের কাছে কেউ গহনা বিক্রি করলে মূল দামের ২০ শতাংশ বাদ দেয়া হতো। তবে বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে মূল দামের ১৫ শতাংশ টাকা কম দেয়া হবে।

এছাড়া, অলংকার পরিবর্তনের ক্ষেত্রে ১০ শতাংশ দাম বাদ দেয়ার আগের নিয়ম পরিবর্তন করে ৮ শতাংশ করা হয়েছে।

এর ফলে আগের চেয়ে বাড়তি সুবিধা পাবেন গহনার মালিক। বাজুস সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া স্বর্ণালংকার বা গহনা বিক্রির সময় ন্যূনতম মজুরি প্রতি গ্রামে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে এই সিদ্ধান্ত অনুসরণের আহ্বান জানিয়েছে বাজুস।

এ বিভাগের আরো খবর