জাপান থেকে ‘রেকর্ডসংখ্যক গাড়ি’ নিয়ে সরাসরি বাগেরহাটের মোংলা বন্দরে এসেছে মালয়েশিয়ান পতাকাবাহী জাহাজ ‘এম ভি মালয়েশিয়া স্টার’।
রোববার সকালে ১ হাজার ২৮০টি রিকন্ডিশন্ড গাড়ি নিয়ে জাহাজটি মোংলা বন্দরের ৬ নম্বর জেটিতে নোঙর করে। এর আগে একসঙ্গে ৫০০ থেকে ৭০০ গাড়ি নিয়ে জাহাজ এসেছে মোংলা বন্দরে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন নিউজবাংলাকে জানান, জাপান থেকে আসা এই জাহাজে ১ হাজার ২৮০টি রিকন্ডিশন্ড গাড়ি রয়েছে। এর আগে এত গাড়ি একসঙ্গে আসেনি। এটি একটি রেকর্ড।তবে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক ট্রাফিক মোস্তফা কামাল জানান, এর আগে ২০১৮ সালে একসঙ্গে ১ হাজার ৩৯০টি গাড়ি এসেছিল মোংলায়। বন্দরের ওইটাই সর্বোচ্চ সংখ্যক গাড়ি আমদানির রেকর্ড। তবে পদ্মা সেতু চালুর পর ১ হাজার ২৮০ গাড়ি আমদানিও একটি রেকর্ড।
এম ভি মালয়েশিয়া স্টার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপের খুলনার ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, জাপান থেকে ১ হাজার ২৮০টি গাড়ি লোড হয়ে সরাসরি মোংলা বন্দরে এসেছে। এর আগে চট্টগ্রাম বন্দরে গাড়ি নামিয়ে মোংলায় বাকি গাড়ি নিয়ে আসা হতো।
জাহাজ থেকে সব গাড়ি আজ (রোববার) খালাস করা হবে বলেও জানান তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় রাজধানীর সঙ্গে দূরত্ব কমেছে। এতে আমদানি-রপ্তানিকারকদের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের নজর এখন মোংলা বন্দরের দিকে।