ফ্লোর প্রাইস আর পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা বা এক্সপোজার লিমিট ইস্যুতে দারুণ একটি সপ্তাহ পার করা পুঁজিবাজারে নতুন সপ্তাহের শুরু হলো কিছুটা দরপতনের মধ্য দিয়ে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ৮ পয়েন্ট হারালেও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পরবর্তী বিষয়টি বিবেচনায় নিলে বিষয়টি স্বস্তিকরই বলা যায়।
ফ্লোর প্রাইস ও এক্সপোজার লিমিট দেয়ার আগে বৈশ্বিক বা দেশের অর্থনীতি নিয়ে চাপের বা উৎকণ্ঠার যে কোনো আশঙ্কায় পুঁজিবাজার বড় দরপতনের মধ্য দিয়ে যাচ্ছি।
শুক্রবার থেকে দেশে চার ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা পরযন্ত বাড়ানো হয়। এতে পরিবহন ভাড়া ও সেচের খরচ বেড়ে দিয়ে এমনিতেই মূল্যস্ফীতির দিক দিয়ে চাপে থাকা অর্থনীতিতে নতুন চাপের আশঙ্কা তৈরি হয়েছে।
লেনদেন শুরু হওয়ার ৪ মিনিটেই সূচক ২৪ পয়েন্ট কমে গিয়ে আশঙ্কা তৈরি হয়। তবে মিনিট পাঁচেক পরেই সেখান থেকে ৫১ পয়েন্ট বাড়ার পর শঙ্কা দূর হয়।
এরপর দিনভর সূচক একবার কিছুটা বেড়ে, একবার কমে। শেষ বেলায় কিছুটা বিক্রয় চাপে সূচক হারানেরা মধ্য দিয়ে শেষ হয় লেনদেন।
সূচকের পাশাপাশি কিছুটা কমেছে লেনদেন, তবে টানা চার কর্মদিবস তা হাজার কোটি টাকার বেশি হলো।
বেলা শেষে হাতবদল হয় ১ হাজার ১১৭ কোটি ৩৩ লাখ ৮৩ হাজার টাকা, যা আগের দিন ছিল ১ হাজার ১৯০ কোটি ২৬ লাখ ৫ হাজার টাকা।
নানামুখী সংকটে পতনমুখী পুঁজিবাজারকে স্থিতিশীল করতে গত ২৮ জুলাই প্রতিটি শেয়ারের সর্বনিম্ন দর বা ফ্লোর প্রাইস আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
৩১ জুলাই থেকে বিষয়টি কার্যকরের দিন সূচকের উত্থান হয় ১৫৩ পয়েন্ট, যা বছরের দ্বিতীয় সর্বোচ্চ।
এদিকে দীর্ঘদিনের চাওয়া ব্যাংকের এক্সপোজার লিমিট ক্রয়মূল্যে গণনার যে দাবি ছিল তা বাস্তবায়নে মন্ত্রণালয়ের সম্মতি চেয়ে বাংলাদেশে ব্যাংক ১৮ জুলাই যে চিঠি দেয় তার উত্তরে মন্ত্রণালয় একটি কৌশলী মতামত দেয়। মন্ত্রণালয় বলছে, শেয়ারের ক্রয়মূল্যকেই বাজার মূল্য হিসেবে বিবেচনা করা যেতে পারে।
এই দুই নীতিগত সিদ্ধান্তের ফলে আতঙ্ক কাটিয়ে বিনিয়োগ ফিরতে শুরু করেন সব শ্রেণির বিনিয়োগকারীরা। ফলে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসইসর সাধারণ সূচক বাড়ে ৩৩১ পয়েন্ট। এ ছাড়াও আগের সপ্তাহের তুলনায় লেনদেন প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পায়।
লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দর বেড়েছে ১২৪টির। বিপরীতে দর কমেছে ১৮৭টির এবং আগের দরেই লেনদেন হয়েছে ৬৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের চিত্র
লেনদেন নিয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাজার পতনের যে আশঙ্কা তৈরি হয়েছিল, বলা যায় যে, সেটা হয়নি। কারণ, আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ ছিল। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের যেসব ইতিবাচক সিদ্ধান্ত এবং পুঁজিবাজারবান্ধব মনোভাব মানুষ বুঝতে পেরেছে। যার কারণে কিছুটা আস্থার জায়গা তৈরি হয়েছে।’
তিনি বলেন, ‘প্রতিদিনের ক্যালকুলেশনে বাজারকে মূল্যায়ন করা যায় না। সব মিলিয়ে বাজার খারাপ নাই। আজ যতটুকু সূচক কমেছে এটা সামান্য দর সংশোধনও বলা যায়। কয়েক দিন উত্থানের পরে আজও হয়ত অনেকেই কিছু প্রফিট তুলেছে।’
সূচক কমাল যারা
সবচেয়ে বেশি ৫ দশমিক ২২ পয়েন্ট সূচক কমেছে বেক্সিমকো লিমিটেডের দর পতনে। কোম্পানিটির দর কমেছে ১ দশমিক ৮ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ ৪ দশমিক ৪৮ পয়েন্ট কমিয়েছে বার্জার পেইন্টস। কোম্পানির শেয়ারের দাম কমেছে ১ দশমিক ৮৫ শতাংশ।
ওয়ালটন হাইটেকের দর শূন্য দশমিক ৩৯ শতাংশ কমার কারণে সূচক কমেছে ৩ দশমিক ৩ পয়েন্ট।
এ ছাড়া বিকন ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, ইবিএল, ম্যারিকো ও আইএফআইসি ব্যাংকের দরপতনে সূচক কমেছে।
সব মিলিয়ে এই ১০টি কোম্পানি সূচক কমিয়েছে ২৭ দশমিক ০৯ পয়েন্ট।
সূচকে পয়েন্ট যোগ যাদের
সবচেয়ে বেশি ১২ দশমিক ৯৫ পয়েন্ট সূচক বাড়িয়েছে গ্রামীণফোন। কোম্পানিটির দর ১ দশমিক ২৩ শতাংশ দর বেড়েছে।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর দর ১ দশমিক ৩৪ শতাংশ বাড়ায় সূচক বেড়েছে ৯ দশমিক ৮ পয়েন্ট।
লাফার্জ হোলসিম বাংলাদেশ সূচকে যোগ করেছে ৮ দশমিক ১৩ পয়েন্ট। কোম্পানির দর বেড়েছে ৩ দশমিক ৮৫ শতাংশ।
এ ছাড়া আইসিবি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল, সি পার্ল, পদ্মা অয়েল, যমুনা অয়েল এবং এমজেএল বাংলাদেশ সূচকে পয়েন্ট যোগ করেছে।
সব মিলিয়ে এই ১০টি কোম্পানি সূচক বাড়িয়েছে ৪৫ দশমিক ৪৬ পয়েন্ট।
দর বৃদ্ধির শীর্ষ ১০
সবচেয়ে বেশি দর বেড়েছে সি পার্ল বিচ রিসোর্টের। গত বছর লোকসান কাটিয়ে শেয়ার প্রতি ৬১ পয়সার মুনাফায় ফিরেছে কোম্পানি। ২৪ জুলাই থেকে ধারাবাহিকভাবে দর বাড়ছে শেয়ারটির। ওই দিন ৪৩ টাকা ৬০ পয়সায় লেনদেন হওয়া প্রতিটি শেয়ারের দর আজ ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৫৩ টাকা হাতবদল হয়েছে।
রংপুর ডেইরি ও ফুড প্রোডাক্টস দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ২৮ জুলাইয়ে ৩৫ টাকা ২০ পয়সায় প্রতিটি শেয়ার লেনদেনের পর থেকেই দর বাড়ছে।
রোববার ৮ দশমিক ৯২ শতাংশ বেড়ে প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে ৪২ টাকা ৭০ পয়সায়।
তৃতীয় স্থানে থাকা দ্য পেনিনসুলা চিটাগংয়ের দরও ২৮ জুলাই থেকেই বাড়ছে। ওই দিন শেয়ারের দাম ছিল ২৬ টাকা ৯০ পয়সা। আজ ৮ দশমিক ৩০ শতাংশ বেড়ে প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে ৩১ টাকা ৩০ পয়সা।
এ ছাড়া শীর্ষে দশে জায়গা করে নিয়েছে প্যাসিফিক ডেনিমস, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, রিজেন্ট টেক্সটাইল মিলস, কুইন সাউথ টেক্সটাইল, ইউনিয়ন ক্যাপিটাল, লোকসানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি ও ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।
দর পতনের শীর্ষ ১০
সবচেয়ে বেশি দর কমেছে হা-ওয়েল টেক্সটাইলের। ৫ দশমিক ৮৮ শতাংশ দর কমে সর্বশেষ শেয়ারটি লেনদেন হয়েছে ৫৪ টাকা ৪০ পয়সায়।
৫ দশমিক ১৮ শতাংশ দর কমেছে দ্বিতীয় স্থানে থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের। প্রতিটি শেয়ারের ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ১৪০ টাকা ৭০ পয়সা। বৃহস্পতিবার এটি ছিল ১৪৮ টাকা ৪০ পয়সায়।
এর পরেই ৪ দশমিক ৯৮ শতাংশ দর কমে সর্বশেষ ২৬১ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে লোকসানি কোম্পানি সাভার রিফ্যাক্টরিজের শেয়ার।
এ ছাড়া তালিকায় রয়েছে যথাক্রমে ইসলামী ইন্স্যুরেন্স, অ্যাম্বি ফার্মা, লোকসানি ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, কেপিপিএল, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ওয়াটা কেমিক্যালস ও এইচ আর টেক্সটাইল লিমিটেড।