ঢাকা-মাওয়া হাইওয়ের পাশে গড়ে উঠছে ‘স্বপ্নধরা আবাসন’ প্রকল্প। সেখানে ফ্ল্যাট ও প্লট বুকিং দিতে আয়োজন করা হয়েছে স্বপ্নধরা আবাসন মেলা।
রাজধানীর বনশ্রী এলাকায় (আইডিয়াল স্কুল ও মসজিদের পাশে) ব্লু অলিভ রেস্টুরেন্টে শনিবার সকাল ১০টায় শুরু হয়েছে এই মেলা। মেলা চলবে রোববার পর্যন্ত। আগ্রহী গ্রাহকরা মেলা থেকে প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাচ্ছেন।
মুন্সীগঞ্জের শ্রীনগর থানার অধীনে ষোলঘর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাস্তবায়ন হচ্ছে এই আবাসন প্রকল্প। সেখানে ফ্ল্যাট ও প্লট বুকিং দিতে আগ্রহীদের আকর্ষণীয় অফার দেয়া হচ্ছে এই মেলায়। এর মধ্যে রয়েছে এককালীন ২০ শতাংশ মূল্য ছাড় ও শতাংশ প্রতি চার হাজার ৩২৬ টাকা মাসিক কিস্তিতে কর্নার প্লট কেনার সুযোগ।
স্বপ্নধরা’র সিইও শাহনওয়াজ আজাদ নিউজবাংলাকে বলেন, ‘আমাদের প্রকল্পে ফ্ল্যাট ও প্লট বুকিং দিতে আগ্রহীরা কেবল মেলা চলাকালীন এই অফারগুলো নেয়ার সুযোগ পাবেন।
‘মেলায় আগতরা মূলত আমাদের অফারগুলো সম্পর্কে জানছেন। লোকেশন, ফ্ল্যাট-প্লট কেনার প্রক্রিয়া সম্পর্কে আমরা তাদের জানাচ্ছি। আগ্রহীরা প্রকল্প এলাকা দেখতে চাচ্ছেন। সেখানে আমাদের তত্ত্বাবধানে তাদেরকে নিয়ে যাওয়া ব্যবস্থা করছি।’