সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে কেন্দ্রীয় মনিটরিং কক্ষ চালু করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ের নিরাপত্তা বিভাগের অধীনে ডিজিটাল ওয়াচ ও ওয়ার্ড ইনিশিয়েটিভ এর কার্যক্রম পরিচালনা করবে।
বৃহস্পতিবার ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এর উদ্বোধন করেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
ডিজিটাল ক্যামেরার মাধ্যমে প্রধান কার্যালয়ের সব বিভাগের কার্যক্রম কেন্দ্রীয় মনিটরিং রুম থেকে পর্যবেক্ষণ করা হবে। পর্যায়ক্রমে সব শাখাকেও এ সিস্টেমের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও মো. খান ইকবাল হোসেন।
এছাড়াও মহাব্যবস্থাপক মো. গোলাম মরতুজা, মো. হারুনুর রশীদ, ইকবাল হোসেন খাঁ ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) সরকার তারেক আহমেদসহ ব্যাংকের ঊর্ধতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।