বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক্সেলসিওর সুজে ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিল বিএসইসি

  •    
  • ৩০ জুলাই, ২০২২ ২১:১০

দুই স্বতন্ত্র পরিচালক হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ ও মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বারবার লোকসানের মুখে পড়ে করপোরেট সুশাসন ও আর্থিকভাবে নড়বড়ে অবস্থানে রয়েছে পুঁজিবাজারে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের কোম্পানি এক্সেলসিওর সুজ।

কোম্পানিটির সুশাসন প্রতিষ্ঠা ও আর্থিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সম্প্রতি দুজন স্বতন্ত্র পরিচালককে নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি।

দুই স্বতন্ত্র পরিচালক হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ ও মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বিএসইসির পক্ষ থেকে চিঠি পাঠিয়ে এক্সেলসিওরের ব্যবস্থাপনা পরিচালককে বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালককেও অবহিত করা হয়েছে।

বিএসইসির চিঠিতে বলা হয়, সার্বিক দিক বিবেচনা করে এক্সেলসিওর সুজে দুজন নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। ২০২০ সালের ১০ ডিসেম্বর বিএসইসির জারি করা নির্দেশনা পরিপালন না করায় কোম্পানিতে দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এক্সেলসিওর সুজ শতভাগ রপ্তানিমুখী জুতা প্রস্তুতকারক কোম্পানি। ১৯৯৭ মূলধন ব্যয় ও কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তা মেটানো এবং ব্যাংকঋণ পরিশোধের জন্য পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করেছিল কোম্পানি।

তালিকাভুক্তির পর থেকে ২০০৩-০৪ অর্থবছর পর্যন্ত কোম্পানিটি ভালো ব্যবসা করেছে এক্সেলসিওর সুজ। কিন্তু এর পর থেকে কোম্পানির আর্থিক অবস্থান অবনতি হতে থাকে।

লোকসান কাটিয়ে ২০০৭-০৮ অর্থবছরে কোম্পানিটি পুনরায় মুনাফায় ফেরে। ২০১০-১১ অর্থবছর পর্যন্ত সেটি অব্যাহত ছিল। তবে আবারও ব্যবসা পরিচালনায় ব্যর্থ হয় এক্সেলসিওর সুজ।

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর বিএসইসি ওটিসি মার্কেট বিলুপ্ত ঘোষণা করে। ফলে ওটিসি মার্কেটের আওতাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতে এসএমই প্ল্যাটফর্ম ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়।

তার ধারাবাহিকতায় ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ওটিসি মার্কেট থেকে এক্সেলসিওর সুজকে এসএমই প্ল্যাটফর্মে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয় বিএসইসি।

বর্তমানের এক্সেলসিওর সুজের পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা। ১০০ টাকা অভিহিত মূল্য হিসেবে কোম্পানির মোট শেয়ারসংখ্যা ৩০ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে ৬ দশমিক ৩০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৭০ দশমিক ৭০ শতাংশ শেয়ার রয়েছে।

বর্তমানে এসএমই প্ল্যাটফর্মে লেনদেনের অপেক্ষায় রয়েছে এক্সেলসিওর সুজ।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক্সেলসিওর সুজের শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১২ টাকায়।

এ বিভাগের আরো খবর