দেশীয় রিটেইল চেইন শপ স্বপ্ন-এর নতুন আউটলেট এখন সুনামগঞ্জের জগন্নাথপুরে।
বৃহস্পতিবার সকাল ১১টায় প্রতিষ্ঠানটির ২২৮তম আউটলেটটির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নের রিজিওনাল হেড অফ অপারেশনস আবদুল্লাহ আল মাহবুব, রিজিওনাল সেলস ম্যানেজার আজিম উদ্দিন, এরিয়া ম্যানেজার হুমায়ূন কবির, আউটলেট ম্যানেজার আলতাফ হোসাইন, জগন্নাথপুর আউটলেট ফ্র্যাঞ্চাইজি ইসহাক আহমেদ শামীম ও আজাদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন এখন দেশের ৪০টি জেলায়। জগন্নাথপুর স্বপ্ন আউটলেটে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে এখানের সব গ্রাহক স্বপ্নতে নিয়মিত বাজার করবেন।’
নতুন আউটলেটটিতে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা থাকছে বলে জানিয়েছেন স্বপ্নের অপারেশনস ডিরেক্টর আবু নাছের।
নতুন আউটলেটটি জগন্নাথপুরের মিনার মার্কেটে অবস্থিত।
আর যারা এই আউটলেট থেকে হোম ডেলিভারি সেবা নিতে চান তাদের ০১৭৬৪৫৪৫০৮২-এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।