বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এখন থেকে নিয়মের বেশি ঋণ নিতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৬ মাসের জন্য বিদ্যুৎকেন্দ্রগুলোকে যে কোনো পরিমাণে ঋণ দিতে পারবে ব্যাংক।
নিয়ম অনুযায়ী কোনো একক বা গ্রুপকে ব্যাংক তার নিজস্ব মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারে। কিন্তু বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে ঋণে এই নিষেধাজ্ঞা ৬ মাসের জন্য তুলে দেয়া হয়েছে।
ফলে এখন থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানির লক্ষ্যে ব্যাংক তার মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ দিতে পারবে।
বাংলাদেশ ব্যাংকমঙ্গলবার এই নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে একটি ব্যাংক তার মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ ফান্ডেড ও নন-ফান্ডেড ঋণ দিতে পারে। কোনো অবস্থায় এর বেশি ঋণ দিলে তা ব্যাংক কোম্পানি আইনের ২৬ (খ) ধারার লঙ্ঘন। আবার ব্যাংক কোম্পানি আইনে কোনো বিষয় উল্লেখ থাকলে বাংলাদেশ ব্যাংক নিজে থেকে সে বিষয়ে ছাড় দিতে পারে না। যে কারণে আইনের ১২১ ধারায় দেয়া ক্ষমতাবলে সরকারের সঙ্গে পরামর্শ করে বিশেষ এই ছাড় দেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ‘বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে ওই খাতে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানির জন্য এ সুযোগটি দেয়া হলো।
‘এজন্য ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬খ(১) ধারার শর্তাংশে বর্ণিত নিষেধাজ্ঞা আগামী ৬ মাসের জন্য কার্যকর হবে না।’
তবে ২৫ শতাংশের ঊর্ধ্বসীমার জায়গায় ঋণ সীমা কত হবে তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে।