ইসলামী ব্যাংকের উদ্যোগে `ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন’ শীর্ষক এক ওয়েবিনার হয়েছে।
শনিবার এই ওয়েবিনার অনুষ্ঠিত হয় বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক নাজমুল হাসান এতে প্রধান অতিথি ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য দেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুহাম্মদ কায়সার আলী, শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব অধ্যাপক মুহাম্মদ আব্দুস সামাদ, উপব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সিদ্দিকী এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: শামসুদ্দোহা।
অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।