নিরাপত্তা সহায়তা প্যাকেজের অংশ হিসেবে রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে আরও ২৭ কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস।
মধ্যপাল্লার রকেট সিস্টেম ও কৌশলগত ড্রোন কিনতে ইউক্রেনকে এ অর্থ দেয়া হচ্ছে।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের এ ঘোষণার মধ্য দিয়ে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেয়া ও প্রতিশ্রুত নিরাপত্তা সহায়তা দাঁড়াল ৮২০ কোটি ডলারে।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ বিভাগের সমন্বয়ক জন কিরবি বলেন, নতুন প্যাকেজের আওতায় উচ্চ ক্ষমতাসম্পন্ন চারটি আর্টিলারি রকেট সিস্টেম বা এইচআইএমএআরএস ক্রয়ের বিষয়টি রয়েছে। এ অর্থ দিয়ে ৫৮০টি পর্যন্ত ফিনিক্স গোস্ট ড্রোন কিনতে পারবে কিয়েভ। এর ফলে রুশ কামানের শ্রেষ্ঠত্বের মুখেও যুদ্ধের ময়দানে টিকে থাকতে পারবে ইউক্রেন।
সবশেষ সহায়তা প্যাকেজে কামানের ৩৬ হাজার গোলা এবং এইচআইএমএআরএসের জন্য প্রয়োজনীয় গোলা কেনার বিষয়টিও রয়েছে।
সহায়তার কারণ হিসেবে কিরবি আরও বলেন, ‘যতদিন দরকার ইউক্রেনের সরকারকে আমরা সহায়তা দিয়ে যাব। সে বিষয়ে প্রেসিডেন্টের (বাইডেন) অবস্থান স্বচ্ছ।’
প্রায় ৫ মাস ধরে চলা যুদ্ধের এ পর্যায়ে এসে যুক্তরাষ্ট্র নির্মিত রকেট লঞ্চার ও কৌশলগত ড্রোন দিয়ে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে ইউক্রেন। এমন বাস্তবতায় দেশটির জন্য নতুন করে যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তার ঘোষণা এলো।