পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ‘আমরা টেকনোলজি’তে ব্যান্ডউইথ সরবারহ ব্লক (ক্যাপিং) করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠান দুটি জানায়, আমরা টেকনোলজি সময়মত বকেয়া পরিশোধ না করায় ৫০ শতাংশ ব্যান্ডউইথ সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে বিটিআরসি।
তবে এ সম্পর্কে আর কোনো তথ্য জানানো হয়নি।
এদিকে আমরা টেকনোলজির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সর্বাত্মকভাবে বিটিআরসির এই নির্দেশনা প্রত্যাহারের চেষ্টা করছে।
২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর প্রতি বছর বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছে কোম্পানি।
কোম্পানির মোট শেয়ারের ৩০ দশমিক ০১ শতাংশ রয়েছে এর উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক ৯৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪২ দশমিক ০৩ শতাংশ।