বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোংলা-চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় ভারত

  •    
  • ২১ জুলাই, ২০২২ ১৫:১২

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘সিঙ্গাপুর এবং কলম্বো বন্দরের বিকল্প হিসেবে মোংলা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় ভারত। সে ক্ষেত্রে এনবিআরের ক্লিয়ারেন্স পেলেই ব্যবস্থা নেয়া হবে।’

সিঙ্গাপুর ও কলম্বোর বিকল্প হিসেবে মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারে ভারত আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সচিবালয়ে বৃহস্পতিবার ঢাকায় ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বৈঠকের বিষয় তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘সিঙ্গাপুর এবং কলম্বো বন্দরের বিকল্প হিসেবে মোংলা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় ভারত। সে ক্ষেত্রে এনবিআরের ক্লিয়ারেন্স পেলেই ব্যবস্থা নেয়া হবে।

‘দুই দেশের মধ্যে শিপিং সেক্টরের অনেক বিষয় রয়েছে। করোনা ও অন্যান্য কারণে কিছু জিনিস স্লো হয়ে গেছে। সেগুলোকে এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন নৌরুট ড্রেজিং, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, ভারতের বিশাখাপত্তম ও কৃষ্ণাপত্তনম বন্দর ব্যবহার, খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা চালুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

ওই সময় রাজনৈতিক নানা বিষয় নিয়েও কথা বলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বাংলাদেশ ছোট ভূখণ্ডের বিপুল জনগোষ্ঠী। করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আমরা ভালো আছি। আমাদের চেয়ে কোন দেশ ভালো আছে?

‘যারা নীতি ও আদর্শহীন, তাদেরই পায়ের নিচে মাটি নাই। বিদ্যুৎ সাশ্রয়ে আমরা কাজ করছি। যতটুকু দরকার, ততটুকু ব্যবহার করা হচ্ছে।’

ওই সময় নৌ প্রতিমন্ত্রী জানান, নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধীনস্ত দপ্তর ও সংস্থায় প্রায় ৫০ ভাগ বিদ্যুৎ সাশ্রয় করা হচ্ছে।

এ বিভাগের আরো খবর