দেশের অর্থনীতিতে বড় আতঙ্কের নাম এখন ডলার। বিশ্বের সবচেয়ে শক্তিধর এই মুদ্রাটির দাপটে বেসামাল হয়ে পড়েছে অর্থনীতি। চাহিদা অনুযায়ী ডলার মিলছে না। বেড়েই চলেছে দাম; কমছে টাকার মান।
গত এক বছরের ব্যবহানে ডলারের বিপরীতে টাকা ১০ দশমিক ৮০ শতাংশ দর হারিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনই টাকাকে এভাবে দুর্বল হতে দেখা যায়নি।
তবে টাকার এই ‘নাজুক’ অবস্থার মধ্যে ‘ভালো’ দিকও দেখছে বাংলাদেশ ব্যাংক। নানা আতঙ্ক আর হতাশার মধ্যে আশার কথা শুনিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে, ডলারের বিপরীতে টাকার এই মান হারানোয় আগামী দিনগুলোতে বিদেশি মুদ্রা বা ডলারের অন্যতম প্রধান উৎস প্রবাসী আয় বা রেমিট্যান্স বাড়বে।
কিন্তু রপ্তানি বাণিজ্য নিয়ে দুঃসংবাদ দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। বাংলাদেশ ব্যাংক বলেছে, গত অর্থবছরে রপ্তানি আয়ে বড় উল্লম্ফন হলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নতুন অর্থবছরে তা কমে যেতে পারে।
দেশের অর্থনীতির প্রধান সূচকগুলোর হালচাল নিয়ে তৈরি করা পাক্ষিক প্রতিবেদনে রেমিট্যান্স নিয়ে সুসংবাদের পাশাপাশি রপ্তানি নিয়ে হতাশার কথাও প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ জুন শেষ হওয়া ২০২১-২২ অর্থবছরে রেমিট্যান্সপ্রবাহ কমেছে ১৫ দশমিক ১২ শতাংশ। অথচ আগের অর্থবছরে (২০২০-২১) অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক ৩৬ দশমিক ১০ শতাংশ বেড়েছিল। ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়াতে সরকার ইতোমধ্যে রেমিট্যান্সে নগদ প্রণোদনা ২ শতাংশ থেকে বাড়িয়ে ২ দশমিক ৫০ শতাংশ করেছে। করোনা মহামারি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় সব প্রবাসী তাদের কর্মস্থলে ফিরেছেন। টাকার বিপরীতে ডলার বেশ খানিকটা শক্তিশালী হয়েছে।
‘এই বিষয়গুলো আগামী মাসগুলোতে রেমিট্যান্স বাড়াতে সাহায্য করবে।’
গত ৩০ জুন বাংলাদেশ ব্যাংক ১ জুলাই থেকে শুরু হওয়া ২০২২-২৩ অর্থবছরের নতুন যে মুদ্রানীতি ঘোষণা করেছে, তাতে বলা হয়েছে, রেমিট্যান্স ঊর্ধ্বমুখী হবে এবং চলতি অর্থবছরে গত বছরের চেয়ে ১৫ শতাংশ বেশি আসবে।
অর্থ মন্ত্রণালয়ও একই পূর্বাভাস দিয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরজুড়ে (২০২১-২২) ঋণাত্মক প্রবৃদ্ধিতে থাকা প্রবাসী আয় নতুন অর্থবছরে ১৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে।
এই অর্থবছরে রেমিট্যান্স বাড়ার কারণ হিসেবে মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ‘করোনা-পরবর্তী সময়ে দেশ থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ শ্রমিক নতুন করে বিদেশে যাওয়ায় তাদের কাছ থেকে বাড়তি এই পরিমাণ রেমিট্যান্স পাওয়া যাবে।’
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য ঘেঁটে দেখা যায়, ২০২১-২২ অর্থবছরে ২১ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। যা ছিল আগের বছরের চেয়ে ১৫ দশমিক ১২ শতাংশ কম।
তার আগের অর্থবছরে (২০২০-২১) প্রায় ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার দেশে এসেছিল। প্রবৃদ্ধি হয়েছিল ৩৬ দশমিক ১০ শতাংশ।
তবে নতুন অর্থবছরের শুরুটা ভালোই হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের প্রথম জুলাইয়ের প্রথম ভাগে কোরবানির উদ উদযাপিত হয়েছে দেশে। সেই ঈদকে সামনে রেখে পশুসহ প্রয়োজনীয় অন্য কেনাকাটা করতে অন্যবারের মতো এবারও পরিবার-পরিজনের কাছে বেশি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা।
জুলাই মাসের ১৪ দিনের রেমিট্যান্সের তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তাতে দেখা যায়, চলতি মাসের এই ১৪ দিনে ( ১ থেকে ১৪ জুলাই) ১২৪ কোটি (১.২৪ বিলিয়ন) ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
১০ জুলাই দেশে ঈদ উদযাপিত হয়। ঈদের ছুটির আগে সাত দিনেই ৯০ কোটি ৯৩ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। ছুটির পর তিন দিনে (১২ থেকে ১৪ জুলাই) পাঠিয়েছেন ৩৩ কোটি ডলার।
ছুটির পরেও রেমিট্যান্সপ্রবাহ ভালো বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার ছাড়িয়ে যাবে।’
গত বছরের জুলাই মাসে ১৮৭ কোটি ১৫ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।
রপ্তানি কমবে
ডলারের দাম বাড়লে রপ্তানি আয় ও রেমিট্যান্সে ইতিবাচক প্রভাব পড়ে। কিন্তু ডলার তেজি হওয়ায় রপ্তানিকারকরা লাভবান হলেও যুদ্ধের কারণে নানা শঙ্কার মধ্যে সার্বিক রপ্তানি আয় কমবে বলে মনে করছে অর্থমন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংক।
রপ্তানি আয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০২১-২২ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে ৫২ দশমিক শূন্য আট বিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ। যা আগের বছরের চেয়ে ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেশি।
২০২০-২১ অর্থবছরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩৮ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। প্রবৃদ্ধি হয়েছিল ১৫ দশমিক ১০ শতাংশ।
‘কিন্তু চলতি অর্থবছরে সেই ইতিবাচক ধারা থাকবে না বলে মনে হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কায় বিশ্ব অর্থনীতিতে মন্দভাব দেখা দিয়েছে। এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকের প্রধান বাজার ইউরোপ-আমেরিকায় রেকর্ড মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। সে অবস্থায় বাংলাদেশের রপ্তানিও কমে যেতে পারে।’
রপ্তানি বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতিতে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবছরে পণ্য রপ্তানিতে ১৩ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।
তবে অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের কারণে চলতি অর্থবছরে রপ্তানি আয়ে ঋণাত্মক (-) প্রবৃদ্ধি হবে। ১০ থেকে ১৫ শতাংশের মতো কমবে।
বাণিজ্য মন্ত্রণালয় বুধবার ১১ দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি ধরে ২০২২-২৩ অর্থবছরের ৫৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য ঘেঁটে দেখা যায়, গত দেড় মাসের ব্যবধানে আন্তব্যাংক মুদ্রাবাজারের ডলারের বিপরীতে টাকার মান কমেছে ৫ শতাংশের বেশি। আর এক বছরের ব্যবধানে কমেছে ১০ দশমিক ৮০ শতাংশ।
গত বছরের ১৩ জুলাই প্রতি ডলারের জন্য ৮৪ টাকা ৮০ পয়সা খরচ করতে হয়েছিল। দেড় মাস আগে ৩০ মে মাসে লেগেছিল ৮৯ টাকা।
বুধবার সেই ডলার কিনতে হাতে গুণে ৯৩ টাকা ৯৫ পয়সা দিতে হয়েছে। আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সে দর ১০০ টাকা ছাড়িয়ে গেছে।
ব্যাংকগুলো নগদ ডলারও প্রায় ১০০ টাকা দরে বিক্রি করছে। রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক বুধবার ৯৮ টাকায় নগদ ডলার বিক্রি করেছে। বেসরকারি ইস্টার্ন ব্যাংক বিক্রি করেছে ৯৯ টাকায়। প্রাইম ব্যাংক বিক্রি করেছে ৯৮ টাকা ৫০ পয়সায়।
নতুন অর্থবছরে রপ্তানি আয় ও রেমিট্যান্স কেমন অঅসবে- এ প্রশ্নের উত্তরে অর্থনীতির গবেষক পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর নিউজবাংলাকে বলেন, ‘২০২০-২১ অর্থবছরে প্রায় ২৫ বিলিয়ন ডলারের যে রেমিটান্স এসেছিল, তার একটি ভিন্ন পেক্ষাপট ছিল। ওই বছরের পুরোটা সময় কোভিডের কারণে গোটা পৃথিবী বন্ধই ছিল বলা চলে। সে কারণে হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠানোও বন্ধ ছিল। প্রবাসীরা সব টাকা পাঠিয়েছিলেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে। সে কারণেই রেমিট্যান্স বেড়েছিল।’
‘আমার বিবেচনায় বাংলাদেশে রেমিট্যান্সের পরিমাণ আসলে ১৬ থেকে ১৮ বিলিয়ন ডলার। নতুন ৫/৬ লাখ লোক বিদেশে যাওয়ায় সেটা ২০ বিলিয়ন ডলার হতে পারে। গত অর্থবছরের আগের বছরে রেমিট্যান্সে যে উল্লম্ফন হয়েছি, সেটা আসলে হুন্ডি বন্ধ থাকার কারণেই এসেছিল। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় এবং কার্ব মার্কেটে ডলারের দাম বেশি থাকায় এখন আবার আগের মতো হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা।’
‘এর পরও গত অর্থবছরের ২১ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্সকে আমি খুবই ইতিবাচক মনে করছি। চলতি অর্থবছরেও যদি ২১ বিলিয়ন ডলার আসে আমি খুশি হবো।’
টাকার অবমূল্যায়ন রপ্তানি আয় ও রেমিট্যান্স উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলে জানিয়ে আহসান মনসুর বলেন, ‘রপ্তানি আয়ের বিষয়টি এখন আসলে পুরোপুরি যুদ্ধ পরিস্থিতির ওপর নির্ভর করছে। নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।’
রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পমালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘যুদ্ধের কারণে আমাদের পোশাকের প্রধান বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে মূল্যস্ফীতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। ওই দেশগুলোর মানুষ এখন পোশাক কেনা কমিয়ে দিচ্ছে। খাদ্য নিয়ে এখন তারা বেশি চিন্তিত। আমাদের অর্ডার কমে যাচ্ছে। জানি না, ভবিষ্যতে কী হবে? উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে আছি আমরা।’