বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যক্তিগত আয়কর রিটার্নে সহায়তার সফটওয়্যার নিয়ে ওয়েবিনার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ জুলাই, ২০২২ ১৬:৪৯

ওয়েবিনার পরিচালনা করেন এসএমএসি এইচআরএ লিমিটেডের পরিচালক স্নেহাশিষ বড়ুয়া। তিনি এসএমএসি এইচআরএ লিমিটেডের তৈরি TaxDo সফটওয়্যারের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন।

ব্যক্তিগত আয়কর রিটার্ন বিষয়ে শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে ওয়েবিনার করেছে এসএমএসি এইচআরএ লিমিটেড।

সোমবার আয়োজিত এ ওয়েবিনারের শিল্প বিশেষজ্ঞ মো. আনোয়ার হোসেন, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম-সম্পাদক এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ওয়েবিনার পরিচালনা করেন এসএমএসি এইচআরএ লিমিটেডের পরিচালক স্নেহাশিষ বড়ুয়া। তিনি অতিথিসহ অংশগ্রহণকারীদের স্বাগত জানান। এসএমএসি এইচআরএ লিমিটেডের তৈরি TaxDo সফটওয়্যারের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন তিনি।

এই সফটওয়্যার করদাতাদের ডিজিটালি রিটার্ন দাখিলে সাহায্য করতে পারে। প্ল্যাটফর্মটি সহজ, সহজ এবং নির্ভরযোগ্যভাবে ডেটা প্রক্রিয়া করতে পারে বলেও জানানো হয় ওয়েবিনারে। নামমাত্র ফি দিয়ে এটি ব্যবহার করা যাবে।

স্নেহাশিস মাহমুদ অ্যান্ড কোম্পানির সিনিয়র ম্যানেজার অমিত ধর এসিএ ৩৯৫ জন অংশগ্রহণকারীর সামনে ব্যক্তিগত আয়কর পূরণের উপর একটি লাইভ উপস্থাপনা দেন।

প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভেন্ন প্রশ্নের উত্তর দেন স্নেহাশিস মাহমুদ অ্যান্ড কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর পরিচালক অপূর্ব কান্তি দাস।

এ বিভাগের আরো খবর