জেট ফুয়েলের দাম এক লাফে লিটারপ্রতি বেড়েছে ১৯ টাকা, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ। ফলে অভ্যন্তরীণ ফ্লাইটগুলোকে এখন জেট ফুয়েল কিনতে হচ্ছে প্রতি লিটার ১৩০ টাকায়।
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৭ জুলাই জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণের পর তা কার্যকর হয়েছে ৯ জুলাই থেকে।
করোনার অভিঘাত থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টার মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আবারও মন্দাভাব তৈরি হয়েছে বিশ্ব অর্থনীতিতে। এর প্রভাব পড়েছে প্রায় প্রতিটি খাতে। আন্তর্জাতিক বাজারে প্রতিনিয়ত বাড়ছে জ্বালানি তেলের দাম। মুদ্রাস্ফীতিতে নাকাল হচ্ছে বিশ্বের শক্তিধর অর্থনীতির দেশগুলোও।
পদ্মা অয়েল জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ফুয়েলের দাম ১ দশমিক ০৯ ডলার থেকে বাড়িয়ে করা হয়েছে ১ দশমিক ২২ ডলার। অব্যাহতভাবে জেট ফুয়েলের দাম বৃদ্ধি পাওয়ায় আকাশ পথে ভ্রমণের খরচ আরও বাড়বে বলে মনে করছে এয়ারলাইনসগুলো।
গত বছর থেকে ক্রমাগত বাড়ছিল এই জ্বালানির দাম। সবশেষ এ বছরের ১০ জুন জেট ফুয়েলের দাম ৫ টাকা বেড়ে প্রতি লিটার হয়েছিল ১১১ টাকা। তার আগে ১৭ মে বাড়ানো হয় এই জ্বালানির দাম। তখন ৬ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১০৬ টাকা প্রতি লিটার।
জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েল বলছে, গত বছরের ফেব্রুয়ারিতে জেট ফুয়েলের দাম ছিল ৫৫ টাকা, মার্চে তা বেড়ে হয় ৬০ টাকা। এপ্রিলে তা ছিল ৬১ টাকা।
মে মাসে এক টাকা কমে দাম। এরপর আবার দাম বাড়ে। জুনে তা হয় ৬৩ টাকা, জুলাইয়ে ৬৬, আগস্টে ৬৭, অক্টোবরে ৭০ ও নভেম্বরে ৭৭ টাকায় পৌঁছে দাম। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে ২ টাকা করে কমলেও ফেব্রুয়ারি ও মার্চে ৭ টাকা করে বেড়ে হয় ৮৭ টাকা। এপ্রিল মাসে বাড়ানো হয় ১৩ টাকা, দাম হয় প্রতি লিটার ১০০ টাকা।