বাংলাদেশের দীর্ঘতম পদ্মা সেতুর উদ্বোধনের আনন্দে শামিল হয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য সুখবর দিল পদ্মা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। যারা পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী তাদের সবাইকে চলতি অর্থবছরে বিনা খরচে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট খোলার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
পদ্মা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
এতে বলা হয়, দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে সংযোগস্থাপনকারী পদ্মা সেতু খুলে দেয়ার আনন্দে বিনা খরচে নতুন বিও অ্যাকাউন্ট খুলতে পারবেন আগ্রহী গ্রাহকেরা। বিও অ্যাকাউন্টের ওপর সিডিবিএল-এর যে চার্জ তা চলতি অর্থবছরে (২০২২-২০২৩) দিতে হবে না।
বিনা খরচে বিও অ্যাকাউন্ট খোলার সুযোগটি শুরু হচ্ছে আগামী রোববার থেকে। আর তা চলবে ১১ আগস্ট পর্যন্ত।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রিয়াদুজ্জামান হৃদয় বলেন, ‘পদ্মা সেতু বাংলাদেশের অহংকার, মর্যাদা ও সক্ষমতার প্রতীক। আর এটি খুলে দিতেই দক্ষিণাঞ্চলের মানুষ মেতেছে উৎসবে, যার ছোঁয়া লেগেছে পুরো দেশে। সেই উৎসবে আমরাও শামিল হয়েছি, তাই বিনা খরচে বিও অ্যাকাউন্ট খোলার সুযোগ দিচ্ছি পুঁজিবাজারে বিনিয়োগকারীদের।’
তিনি বলেন, ‘এই সেতুর মধ্য দিয়ে দেশের দক্ষিণাঞ্চলে বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। এর মধ্য দিয়ে দেশের মোট জিডিপিতে যোগ হতে পারে এক শতাংশেরও বেশি। আর তা দেশের পুঁজিবাজারে নতুন মাত্রা যোগ করবে বলে আমরা বিশ্বাস করি।’
শেয়ারবাজারে লেনদেনের জন্য বিও হিসাব খোলা বাধ্যতামূলক। নিজ নামে কিংবা যৌথ নামে এই হিসাব খোলা যায়। সাধারণত এ হিসাব খুলতে ব্রোকারেজ হাউসগুলো এক থেকে দুই হাজার টাকা নিয়ে থাকে। এ ছাড়া প্রতি বছর সিডিবিএল-এর চার্জ দিতে হয়।
সরকারি অফিস খোলা থাকার দিনে পদ্মা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড প্রধান কার্যালয়, মিরপুর বা প্রগতি সরণি শাখায় সরাসরি এসে বিও অ্যাকাউন্ট খোলা যাবে।
প্রধান কার্যালয়: র্যাংগস হাই লিগেসি (ষষ্ঠ তলা), প্লট ১৩, ব্লক-কে, সোহরাওয়ার্দী এভিনিউ, ঢাকা। মোবাইল: ০১৭৫৪৭৫৫৫৩২
মিরপুর শাখা: বাড়ি: ৬০৩, (লেভেল-৩, নর্থ সাইড), রোড: ০৯, এভিনিউ: ৬, মিরপুর (ডিওএইচএস), ঢাকা। মোবাইল: ০১৬১৩-০২৮৪৩৫
প্রগতি সরণি শাখা: র্যাংগস আর এল স্কয়ার (দ্বিতীয় তলা), হোল্ডিং নং-খ, ২০১/১, ২০৩, ২০৫/১, ২০৫, প্রগতি সরণি, মধ্যবাড্ডা, ঢাকা-১২১৩। মোবাইল: ০১৭১৫০১৪৪৮৪
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সেবাটি গ্রহণ করা যাবে। আর যারা ঘরে বসেই বিও অ্যাকাউন্ট খুলতে চান তাদের অনলাইনে আবেদনের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। এর জন্য ভিজিট করতে হবে reg.padmasecurities.com.bd এই ওয়েব অ্যাড্রেসটি।