বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিগ বস বিক্রি হবে তো?

  •    
  • ৮ জুলাই, ২০২২ ১৬:৪২

মানিকগঞ্জের সিংগাইরের পুটনগরে পাঁচ বছর ধরে গরুটিকে লালন- পালন করছেন হারুন। গত বৃহস্পতিবার গাবতলীর হাটে এসেছেন তিনি। দাম বাইছেন ১২ লাখ, একজন ক্রেতা বলেছেন ৭ লাখ। আরও দুই থেকে তিন লাখ টাকা বেশি পাওয়ার আশায় বিক্রেতা।

রাজধানীর গাবতলী হাট ঘুরে বিশাল আকারের যে গরুগুলো চোখে পড়ল, তার মধ্যে ‘বিগ বস’কে সামনের সারিতেই রাখতে হবে।

অস্ট্রেলীয় ফ্রিসিয়ান জাতের এই গরুটির সম্ভাব্য ওজন ধরা হচ্ছে ৪০ মণ। বিশাল আকারের কারণেই এর নাম রাখা হয়েছে ‘বিগ বস’।

বিক্রেতা মো. হারুন গরুটির মূল্য চাইছেন ১২ লাখ টাকা। কিন্তু সেভাবে দামই বলছেন না ক্রেতারা।

বেশ কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন প্রান্তে পশুর হাট বসলেও শুক্রবার দুপুর পর্যন্ত কেনাবেচা নিয়ে বিক্রেতারা খুশি নন। ‘বিগ বস’কে নিয়ে শঙ্কা কাটেনি বিক্রেতা হারুনের।

এখন পর্যন্ত ৭ লাখ টাকা দাম উঠেছে জানিয়ে তিনি বলেন, ‘৯ থেকে ১০ লাখ টাকা পেলে বেচে দেব।’

মানিকগঞ্জের সিংগাইরের পুটনগরে পাঁচ বছর ধরে গরুটিকে লালন- পালন করছেন হারুন। গত বৃহস্পতিবার গাবতলীর হাটে এসেছেন তিনি।

গরুর বাজার প্রসঙ্গে হারুন নিউজবাংলাকে বলেন, ‘বাজারের অবস্থা ভালো না। ছোট গরু এক লাখ। এক লাখের নিচে এগুলোর চাহিদা আছে। সমস্যা হইছে যত বড় গরু আছে সেগুলোর। মনে করেন, পাঁচ লাখ টাকার গরু তিন লাখ টাকায় বিক্রি হচ্ছে।’

বিগ বসকে বিক্রি নিয়ে এখনও শঙ্কা রয়ে গেছে জানিয়ে তিনি বলেন, ‘প্রতিদিন ওর খাবারের পিছনে ১ হাজার ৫০ টাকা যায়। এর মধ্যে কলা আছে, আছে আপেল, কুঁড়া, ভুসি।’

এ বিভাগের আরো খবর