বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভোমরা দিয়ে ৭৫ ট্রাক ভারতীয় পেঁয়াজ আমদানি

  •    
  • ৬ জুলাই, ২০২২ ১২:৫২

প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রথম দুই দিনে বন্দর দিয়ে ৭৫টি ট্রাকে করে পেঁয়াজ আমদানি হয়েছে বলে জানা গেছে।

গত সোমবার থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ভারত থেকে ১ হাজার ৮০৩ টন পেঁয়াজ ভোমরা বন্দরে ঢুকেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এ ছাড়া বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে আরও অর্ধশত পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন আমদানিকারকরা।ভোমরা বন্দরের পেঁয়াজ আমদানিকারক ইউনুস আরাফাত নিউজ বাংলাকে বলেন, ‘প্রায় আড়াই মাস পর পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এরই মধ্যে ঢাকাসহ দেশের বাজারে এসব পেয়াজ পৌঁছে গেছে। দামও কমতে শুরু করেছে পেঁয়াজের।’

দুই-একদিনের মধ্যে দাম আরও কমে যাবে বলে জানান তিনি।ভোমরা বন্ধর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, ‘স্থলবন্দরের হিসাব অনুযায়ী গত দুদিনে ১৮০৩ টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। আরও ৫০ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।’

এ বিভাগের আরো খবর