গার্মেন্টসসহ সব খাতের শ্রমিকদের ৭ জুলাইয়ের মধ্যে বেতন-বোনাস পরিশোধ করতে মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। সেই সঙ্গে কোনো বকেয়া থাকলে সেটিও পরিশোধ করতে হবে।
গত ২৮ জুন রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের আরএমজিবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ-টিসিসি এবং ২৯ জুন জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ-টিসিসি সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশ দেয়া হয়।
বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, ‘দুটি সভায় সিদ্ধান্ত হয়েছে গার্মেন্টসসহ রাষ্ট্রায়ত্ত, বেসরকারি, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সকল খাতের শ্রমিকদের ঈদুল আজহার বোনাস, জুন মাসের বেতন এবং যদি কোনো শ্রমিকের কোনো মাসের বেতন-ভাতা বকেয়া থাকে তাও ঈদের ছুটির আগে ৭ জুলাইয়ের মধ্যেই মালিকদের দিতে হবে।’
শ্রমিকদের ছুটির প্রসঙ্গ টেনে সরকারি ছুটির সাথে মিল রেখে মালিক-শ্রমিক আলোচনার মাধ্যমে শ্রমিকদের ঈদের ছুটি দিতেও মালিকদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
জরুরি রপ্তানির প্রয়োজনে শ্রমিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ছুটি সুবিধা নির্ধারণ করতে পারবেন বলেও জানান মন্ত্রী।
সবাই যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সে জন্য তিনি মালিক-শ্রমিক সবার সহযোগিতাও কামনা করেন।