ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। পরপর দুই মাস কমার পর রোববার থেকে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে বাড়তি দিতে হবে ১২ টাকা। ফলে ১ হাজার ২৪২ টাকার ১২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে এখন গ্রাহককে গুনতে হবে ১ হাজার ২৫৪ টাকা।
এক সমন্বয় বিজ্ঞপ্তিতে রোববার এলপিজির দাম পুননির্ধারণের কথা জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি সচিব খলিলুর রহমান খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে এই দামে এলপিজি বিক্রি শুরু হবে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।
সংস্থাটি জানায়, এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেনের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। যা সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এটিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিইআরসি।
সেই হিসাবে ভোক্তা পর্যায়ে মূল্য সংযোজন করসহ প্রতি কেজি এলপিজির দাম সমন্বয় করে করা হয়ছে ১০৪ টাকা ৫২ পয়সা।
দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করা হয় ২০২১ সালের ১২ এপ্রিল। এরপর থেকে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে আসছে বিইআরসি।
অবশ্য জুনে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম কমানো হয়েছে ৯৩ টাকা। এর আগে এটির মূল্য ছিল ১ হাজার ৩৩৫ টাকা। মে মাসেও ১০৪ টাকা কমানোর সিদ্ধান্ত দিয়েছিল বিইআরসি।