বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিটি ব্যাংকের হোম লোন পাবেন বিপ্রপার্টির গ্রাহকরা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৭ জুন, ২০২২ ২১:০৪

ঋণের ক্ষেত্রে বিপ্রপার্টির গ্রাহকদের আকর্ষণীয় রেট এবং বিশেষ সার্ভিস প্রদান করার লক্ষ্যে সম্প্রতি সিটি ব্যাংকের সঙ্গে বিপ্রপার্টির চুক্তি সই হয়েছে।

বিপ্রপার্টির গ্রাহকদের সহজ হোম লোন (গৃহ ঋণ) সুবিধা দেবে বেসরকারি সিটি ব্যাংক লিমিটেড।

ঋণের ক্ষেত্রে বিপ্রপার্টির গ্রাহকদের আকর্ষণীয় রেট এবং বিশেষ সার্ভিস প্রদান করার লক্ষ্যে সম্প্রতি সিটি ব্যাংকের সঙ্গে বিপ্রপার্টির চুক্তি সই হয়েছে।

এই চুক্তির ফলে সিটি ব্যাংক বিপ্রপার্টির বিশেষ হোম লোন ফাইন্যান্সিং পার্টনার হিসেবে যুক্ত হচ্ছে, যেখানে সিটি ব্যাংক বিপ্রপার্টির গ্রাহকদের জন্য দ্রুততম সময়ে এবং সহজ শর্তে হোম লোনের সুযোগ করে দেবে।

এছাড়া বিপ্রপার্টির সব গ্রাহকদের বিশেষ সুদের হার প্রদান করার সঙ্গে দ্রুত সময়ে হোম লোনের প্রক্রিয়া শেষ করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন এবং প্রমোশনাল অফারের সুবিধাও দেবে সিটি ব্যাংক।

সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিপ্রপার্টির পক্ষে উপস্থিত ছিলেন কমার্শিয়াল এবং অপারেশনস-এর ডিরেক্টর অনীক সীমান্ত, প্রোডাক্ট এবং গ্রোথ-এর জেনারেল ম্যানেজার খান তানজিল আহমেদ এবং মর্টগেজ সল্যুশনসের ম্যানেজার কাজী সারোয়ার জাহান সানি।

সিটি ব্যাংকের পক্ষে এসইভিপি ও রিটেইল ব্যাংকিংয়ের প্রধান মোহাম্মদ অরুপ হায়দার, ইভিপি- প্রোডাক্টস্, সেগমেন্টস্‌ এবং ডিরেক্ট অ্যাকুইজিশনসের প্রধান সুবির কুমার কুন্ডু, এসএভিপি- ডেভেলপার রিলেশনশিপের প্রধান একেএম রোকনুজ্জামান খন্দকার এবং ডেভেলপার রিলেশনশিপেরর ম্যানেজার মোহাম্মদ কামরুল হাসান উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর