‘শনিবার সাপ্তাহিক ছুটির দিন হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা বা উপশাখা সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে পূর্ণ দিবস খোলা রাখতে হবে।’
হজ ব্যবস্থাপনার সুবিধার্থে শনিবার সাপ্তাহিক ছুটির দিন ব্যাংক খোলা থাকবে। এদিন হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা-উপশাখা খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে বৃহস্পতিবার এ-সংক্রান্ত সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘শনিবার সাপ্তাহিক ছুটির দিন হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা বা উপশাখা সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে পূর্ণ দিবস খোলা রাখতে হবে।’
এ বিষয়ে ব্যাংকগুলোকে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।