বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টেকসই জীবিকার উন্নয়নে প্রেরণা ফাউন্ডেশন ও বেঙ্গল মিটের চুক্তি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৩ জুন, ২০২২ ২০:৫১

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেঙ্গল মিটের সঙ্গে যৌথ পরিকল্পনায় একটি কার্যকরী ভ্যালু চেইন তৈরি করেছে প্রেরণা ফাউন্ডেশন, যার মাধ্যমে কুষ্টিয়া ও রংপুর অঞ্চলের খামারিদের কাছ থেকে উন্নতমানের গবাদিপশু সংগ্রহ ও সরবরাহ সম্ভব হবে।

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা ও জীবনমান উন্নয়নে যৌথভাব কাজ করবে প্রেরণা ফাউন্ডেশন ও বেঙ্গল মিট। এ লক্ষ্যে প্রেরণা ফাউন্ডেশনের কার্যালয়ে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সেইফ প্রোটিন ফার্মিং’ শীর্ষক এই নতুন প্রকল্পের লক্ষ্য দেশব্যাপী প্রেরণা ফাউন্ডেশনের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে থাকা সহস্রাধিক খামারি পরিবারের জন্য বাড়তি আয়ের সংস্থান তৈরি করা। চুক্তির ফলে প্রেরণা ফাউন্ডেশনের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পের আওতাধীন কুষ্টিয়া ও রংপুর অঞ্চলের হাজারেরও বেশি খামারি পরিবারের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। বেঙ্গল মিটের সঙ্গে যৌথ পরিকল্পনায় একটি কার্যকরী ভ্যালু চেইন তৈরি করেছে প্রেরণা ফাউন্ডেশন, যার মাধ্যমে কুষ্টিয়া ও রংপুর অঞ্চলের খামারিদের কাছ থেকে উন্নতমানের গবাদিপশু সংগ্রহ ও সরবরাহ সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাজার ও খামারিদের মাঝে সংযোগ তৈরির মাধ্যমে একটি মার্কেট লিংকেজ স্থাপন করেছে প্রেরণা ফাউন্ডেশন, যার ফলে খামারিরা তাদের গবাদিপশু সরাসরি বেঙ্গল মিটের কাছে বিক্রি করতে পারবেন। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে, প্রতিটি খামারি পরিবারের জন্য শিক্ষার মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ তাদের ক্ষমতায়ন করা সম্ভব হবে। এ ছাড়া এর মাধ্যমে বেঙ্গল মিটের গ্রাহকদের জন্য নিরাপদ এবং উচ্চ গুণগত মানসম্পন্ন প্রোটিনের সরবরাহ নিশ্চিত করাও সম্ভব।

প্রেরণা ফাউন্ডেশনের গভর্নিং বডির পরিচালক মুবিনা আসাফ বলেন, ‘কীভাবে গবাদিপশু পালন করলে স্বাস্থ্যকর ও নিরাপদ প্রোটিন নিশ্চিত করা যাবে, সে ব্যাপারে আমাদের খামারিরা এখন অনেক বেশি সচেতন। কুষ্টিয়া ও রংপুরের খামারি পরিবারদের এই উদ্যোগে আওতাভুক্ত করার জন্য বেঙ্গল মিটকে অসংখ্য ধন্যবাদ। সব সম্ভাবনা উন্মোচনের মাধ্যমে আমরা ভবিষ্যতে এই প্রকল্পের পরিধি আরও বিস্তৃত করব এবং এ ধরনের অংশীদারত্বের মধ্য দিয়ে আমরা আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পের খামারিদের আর্থিক ও সামাজিক স্থিতিশীলতা অর্জনে সহায়তা করব।’

বেঙ্গল মিটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এ মঈন বলেন, ‘গ্রাহকদের আস্থার কথা মাথায় রেখে প্রেরণা ফাউন্ডেশনের প্রকল্পের বেনিফিশিয়ারিদের কাছ থেকে উন্নতমানের গবাদিপশু সংগ্রহের জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। প্রেরণা ফাউন্ডেশন তাদের বিভিন্ন কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করছে। আমাদের এই অংশীদারত্ব আগামী দিনগুলোতে আরও জোরদার হবে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রেরণা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান, বেঙ্গল মিটের কোম্পানি সেক্রেটারি মাহবুবুল আলম, সাপ্লাই চেইনের জেনারেল ম্যানেজার কৃষ্ণথা উইজেসুরিয়া এবং অপারেশনসের ম্যানেজার রেজাউল করিম শামীম উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর