নানা অনিয়মের অভিযোগ ওঠা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম মোশাররফ হোসেন পদত্যাগ করেছেন।
মঙ্গলবার তিনি অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। মন্ত্রণালয় তার পদত্যাগপত্র গ্রহণও করেছে।
বুধবার যেকোনো সময় আইডিআরএ চেয়ারম্যানের পদ থেকে এম মোশাররফ হোসেনের পদত্যাগ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে এবং নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হবে।
সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীর নাম শোনা যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে এখনও নিশ্চিত কোনো সিদ্ধান্ত হয়নি।
এম মোশাররফ হোসেন ২০১৮ সালের এপ্রিলে আইডিআরএর সদস্য হিসেবে যোগ দেন। ২০২০ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হন তিনি।
একাধিক জীবন বিমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং অন্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন মোশাররফ। তিনি নানা আর্থিক প্রতিষ্ঠানের স্বাধীন পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। ছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সহ-সভাপতির দায়িত্বে।
অনিয়ম, দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থের মালিক হয়েছেন বলে মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ঘুষ দাবি, বিধি বহির্ভূতভাবে বিমা কোম্পানির শেয়ার বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মোশাররফ দায়িত্ব নেয়ার পর থেকেই বিমার শেয়ারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হতে শুরু করে। তিনি বিমার শেয়ারের মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করে নিজে ও তার স্বার্থসংশ্লিষ্টরা ব্যাপকভাবে লাভবান হয়েছেন বলে অভিযোগ। এ ছাড়াও রয়েছে অর্থপাচারের অভিযোগ।
মোশাররফ হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সম্প্রতি তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি আবেদন করা হয়।
পদত্যাগ করা মোশাররফের ৩০টি ব্যাংক হিসাবে ৪১ কোটি টাকা লেনদের তথ্য পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ লেনদেনের প্রতিবেদন উচ্চ আদালতে জমা দিয়েছে বিএফআইইউ।