হজযাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য বাংলাদেশ বিমানকে শীতাতপ নিয়ন্ত্রিত বাস দিয়েছে এক্সিম ব্যাংক।
সম্প্রতি আশকোনা হজ ক্যাম্পে এক অনুষ্ঠানে বাংলাদেশ বিমানের জিএম (পরিবহন) শাকিল মেরাজের কাছে বাসটি হস্তান্তর করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।
রোববার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন, হুমায়ুন কবির, উপব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন ভূঁইয়া, মাকসুদা খানম, আইটি বিভাগের প্রধান ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম, এডিসি বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোফাজ্জল মামুন খান, হেড অফ হিউম্যান রিসোর্স ডিভিশন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কানুলাল কর্মকার, হেড অফ শরিয়াহ সেক্রেটারিয়েট এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জুলকারনাইন, হেড অফ করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব চ্যাটার্জী উপস্থিত ছিলেন।