২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে জনগণের জীবনমান পরিবর্তনমুখী হিসেবে মন্তব্য করেছেন বরিশাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি।
বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় সাইদুর রহমান রিন্টু নিউজবাংলাকে এ কথা বলেন।
এমন বাজেট পেশ করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রিন্টু বলেন, ‘করোনাভাইরাস মহামারি সংকট ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশসহ সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। এই সংকট উত্তরণে ঘোষিত বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হবে।
‘আগামী অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫ শতাংশ ধরা বর্তমান সরকারের জীবনমান পরিবর্তনমুখী মনোভাবের বহিঃপ্রকাশ।’
সভাপতি আরও বলেন, ‘উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি নেয়া, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও জিডিপির প্রবৃদ্ধি ধরে রাখা, স্থানীয় শিল্পের বিকাশ, বাণিজ্য সহজীকরণের মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানিমুখী ও ভারী শিল্পের বিকাশের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে এই বাজেটে।
‘ঘোষিত বাজেটে দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও শক্তিশালী হবে। এই বাজেট সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশ ও নিম্ন আয়ের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে।’
অর্থমন্ত্রী গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। এতে ঘাটতির পরিমাণ ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা।